New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/shahrukh_759.jpg)
শুভ জন্মদিন শাহরুখ খান: ১৯৬৫ সালে দিল্লির একটি পরিবারে জন্ম শাহরুখের। তাঁর চনমনে লুক, মাঝখানে সিঁথি করা চুলের স্টাইল, গালে টোল পড়া ছেলেটি ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। দিল্লির গলি থেকে উঠে তিনি আজ বলিউড বাদশা।
শুভ জন্মদিন শাহরুখ খান: ১৯৬৫ সালে দিল্লির একটি পরিবারে জন্ম শাহরুখের। তাঁর চনমনে লুক, মাঝখানে সিঁথি করা চুলের স্টাইল, গালে টোল পড়া ছেলেটি ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। দিল্লির গলি থেকে উঠে তিনি আজ বলিউড বাদশা। সালটা ২০০১, পিরিয়ড ড্রামা আশোকায় দেখা মিলল শাহরুখের। নিজের চুলের সঙ্গে খুব কম পরীক্ষা নিরীক্ষা করেছেন কিং খান, এ ছবি তাদের মধ্যে একটা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ তার আগে ২০০০ সালে জোশ, নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল বলিউড বাদশাকে। মাথায় ব্যান্ডেনা পড়ে স্পোর্টি লুকে ধরা দিয়েছিলেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ খুব কম ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা দিয়েছে শাহরুখ খানকে। ডন টু তাদের মধ্যে অন্যতম। ভিলেনের একঘেয়ে লুকের আড়ালে এই ছবিতে শাহরুখের লম্বা ড্রেড হেয়ার নতুন লুকের সূচনা করে। ফোটো- ইউটিউব চক দে ছবিতে জাতীয় স্তরের হকি কোচের ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন শাহরুখ।ছবি মুক্তির পর মহিলা ফ্যানেদের মন আরও একবার জয় করেছিলেন তিনি।তাঁর জনপ্রিয় চরিত্রদের ভিড়ে এই ছবি অন্যতম। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ শাহরুখের প্রথম সায়েন্স-ফিকশন রা ওয়ান। বক্সঅফিসে জানান দিয়েছিল তিনি আজীবন বলিউড বাদশা। তাঁর রোবোটিক লুক ও তীক্ষ্ণ অভিনয় ছাপ ফেলেছিল দর্শক মনে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ২০১৮ সালের ছবি জিরো। সেখানে বামনের চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবির গানের একটি দৃশ্যে সলমনের সঙ্গে শাহরুখ। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ হাইলাইট করা চুল, পেছনে ছোট্ট পনি, অদেখা লুকে শাহরুখ। দীপিকা পাড়ুকোনের বিপরীতে এই ছবির নাম হ্যাপি নিউ ইয়ার। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ জব হ্যারি মেট সেজল (২০১৭) ছবিতে রোমান্টিক পাঞ্জাবি অভিনেতা জুটি বেঁধেছিলেন অনুষ্কা শর্মার সঙ্গে। পাঞ্জাবি লুকেও মানানসই ছিলেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ভূতের ছবিতে শাহরুখ, এই উদাহরণও রয়েছে। রানি মুখোপাধ্যারে বিপরীতে কিং খান। এক ভুত প্রেমে পড়ে নব্য বিবাহিত নারীর। সেখানে গোঁফ দিয়েই চেনা দিয়েছিল শাহরুখকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ যদিও আগে গোঁফের সঙ্গে নানা চরিত্রে দেখা গিয়েছে কিং খানকে, কিন্তু বোকা বোকা সাধারণ মানুষের লুকে পর্দায় এসেছিলেন রব নে বনা দি জোড়ি ছবির মাধ্যমেই। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ