৫৪ বসন্ত পেরিয়ে এভারগ্রীণ শাহরুখ, ছবিতে তাঁর কিছু জনপ্রিয় চরিত্র

ক্রেজি স্টকার থেকে রোমান্টিক রাজ, নিজের চরিত্রদের মধ্যে দিয়ে বরাবর পর্দায় দৃঢ় উপস্থিতি তুলে ধরেছেন শাহরুখ খান। তাঁর জন্মদিনে সেকরমই কিছু জনপ্রিয় মূহুর্তরা।

ক্রেজি স্টকার থেকে রোমান্টিক রাজ, নিজের চরিত্রদের মধ্যে দিয়ে বরাবর পর্দায় দৃঢ় উপস্থিতি তুলে ধরেছেন শাহরুখ খান। তাঁর জন্মদিনে সেকরমই কিছু জনপ্রিয় মূহুর্তরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুভ জন্মদিন শাহরুখ খান: ১৯৬৫ সালে দিল্লির একটি পরিবারে জন্ম শাহরুখের। তাঁর চনমনে লুক, মাঝখানে সিঁথি করা চুলের স্টাইল, গালে টোল পড়া ছেলেটি ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। দিল্লির গলি থেকে উঠে তিনি আজ বলিউড বাদশা।