New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/fan-cover-pic.jpg)
শাহরুখ খান
শাহরুখ খানকে এই ছবিতে ডবল রোলে দেখা গিয়েছিল। দ্বৈত ভূমিকায় শাহরুখের অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। এই ছবি নিয়ে অনেক সমালোচকেরই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। এই চরিত্র ফুটিয়ে তুলতে তাঁকে বহু পরিশ্রম করতে হয়েছিল। একজন ২০বছরের পাগলাটে ফ্যানের ভূমিকায় অভিনয় করার জন্য লুক বদলাতে মার্কিন মুলুকে গিয়ে গি থ্রিডি স্ক্যানিংও করাতে হয়েছিল শাহরুখ খানকে। ফ্যান বলিউডের প্রথম সিনেমা যা লন্ডনের মাদাম ত্যুসোর মিউজিয়ামে গিয়ে শ্যুট করা হয়েছিল। মাত্র ২০ দিনের মধ্যে ফ্যান সিনেমার শ্যুটিং শেষ করা হয়। শাহরুখ জানিয়েছিলেন, ফ্যানের শ্যুটিং চলাকালীন দিলওয়ালে ও রঈস সিনেমারও শ্যুটিং করছিলেন তিনি। দ্যা জাবরা ফ্যান গানটির সুরকার ছিলেন বিশাল-শেখর। এই গানটি দেশের বিভিন্ন ভাষায় কম্পোজ করা হয়েছিল। এছাড়াও ভিনদেশের আন্তর্জাতিক মানের শিল্পীদেরকে দিয়েও গানটি গাওয়ানো হয়েছিল। আপনি কি জানেন ফ্যান ছবির লোগোটি শাহরুখ খানের আসল ১০০জন ফ্যানেদের ছবি দিয়ে তৈরি? এই ছবির পরিচালক চেয়েছিলেন শাহরুখের বাড়ি মান্নাতের সামনেও শ্যুটিং করতে। কিন্তু নিরাপত্তার কারণে সেখানে শ্যুটিং করা সম্ভব হয়ে ওঠেনি।