
প্রথমবার নচিকেতার লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবি, নাম ‘শর্টকাট’। দর্শকের সামনে এবার নতুন আঙ্গিকে তিনি, নচিকেতা চক্রবর্তী। ইতিমধ্যেই ‘শর্টকাট’ চলে গিয়েছে শুটিং ফ্লোরে।সেখানে পোঁছে গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসের ক্যামেরা।

শুটিং চলাকালীন চন্দন সেন। আগামী ২২ জুন শেষ হবে শুটিং.

ছবিতে আবেশের চরিত্রে গৌরব চক্রবর্তী। কলকাতার ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস।

রাজারহাটে এদিন হচ্ছিল শর্টকাটের শুটিং। আত্ম্যহত্যার দৃশ্যের শট দিচ্ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

পরিচালক সুবীর মন্ডলের পরিচালনায় তৈরি হচ্ছে এই ছবি। অবশ্য ছবির মিউজিকের ভার নচিকেতার কাঁধেই

আত্মহত্যার নাটকে নিজের জন্য শর্টকাট খোঁজে বিশু। চলন্ত গাড়ির সামনে পড়ে আহত হওয়ার ছক ফাঁদে আর ক্ষতিপূরণ নেয় গাড়ির চালকদের কাছ থেকে।

ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় (বিশু), গৌরব চক্রবর্তী (আবেশ), অপু বিশ্বাস (নার্গিস), অনিন্দিতা বোস (জয়া), চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ওরিন, রাজশ্রী, এবং আরও অনেকে।

প্রথমবার ফিচার ফিল্ম বানাচ্ছেন পরিচালক সুবীর মন্ডল।শুটিঙয়ে ব্যস্ত অভিনেত্রী অরিন