New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/page-5.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/subhasree.jpg)
চক্রবর্তী-গাঙ্গুলি পরিবার তো বটেই, পরিজন-শুভানুধ্যায়ী-গুণমুগ্ধরাও দিন গুনছেন রাজ-শুভশ্রীর সন্তানের অপেক্ষায়। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/subhasree-1.jpg)
এরমধ্যেই বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনটি বিশেষ ছবি পোস্ট করলেন শুভশ্রী। এই তিনটি ছবি দেখে মনে হচ্ছে এদিন চক্রবর্তী পরিবারে বিশেষ কোনও অনুষ্ঠান ছিল। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/subhasree-2.jpg)
এদিনের ছবিতে সাবেকী পোশাকে দেখা গিয়েছে ‘মম টু বি’ শুভশ্রীকে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-30-at-19.09.57-1.jpeg)
যে ছবিগুলি শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে হলুদ শাড়ি সবুজ ব্লাউজ মাথায় আলগা খোঁপা, সিঁথি ভরা সিঁদুর, আর সোনার গয়নায় সেজেছেন অভিনেত্রী শুভশ্রী। ছবির ক্যাপশনে দিয়েছেন হার্ট ইমোজি। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-30-at-19.09.57.jpeg)
শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরিতে রয়েছে এই বিশেষ দিনের বেশ কিছু শুভেচ্ছা বার্তাও। রাজ-শুভশ্রীর কোল আলো করে আসছে নতুন প্রাণ। কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় সুখবর জানিয়েছিলেন টলিপাড়ার এই ‘পাওয়ার কাপল’। এরপর সামনে এল শুভশ্রীর বেবি বাম্পের ছবিও। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-30-at-19.09.57-2.jpeg)
প্রায়শই শুভশ্রী তাঁর বারান্দা থেকে তোলা ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামের স্টোরিতে, যা দেখে আন্দাজ করাই যায়, মম টু বি শুভশ্রী নিরালা বারান্দায় দাঁড়িয়ে হবু সন্তানের সঙ্গে সময় কাটান। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/subhashree-6.jpg)
জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকেই আসতে চলেছে সেই শুভক্ষণ। লকডাউনে সন্তানসম্ভবা স্ত্রীর যত্নে কোনও ত্রুটি রাখছেন না রাজ। বাড়িতে সারাক্ষণ একটা আনন্দের পরিবেশ তৈরির চেষ্টা জারি রেখেছে গোটা পরিবার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us