সিদ্ধার্থ মালহোত্রা 'যোদ্ধা' সিনেমার জন্য এত টাকা নিলেন! ছবি বাকি কলাকুশলীদের পারিশ্রমিক জেনে নিন
'যোদ্ধা' ছবিটি মুক্তি পেয়েছে ১৫ মার্চ। করণ জোহরের ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত, এই অ্যাকশন ফিল্মটির বাজেট ৫৫ কোটি টাকা বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক কত পারিশ্রমিক নিয়েছেন ছবির অভিনেতারা।
'যোদ্ধা' ছবিটি মুক্তি পেয়েছে ১৫ মার্চ। করণ জোহরের ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত, এই অ্যাকশন ফিল্মটির বাজেট ৫৫ কোটি টাকা বলে জানা গেছে। চলুন জেনে নেওয়া যাক কত পারিশ্রমিক নিয়েছেন ছবির অভিনেতারা।
যোদ্ধা একটি অ্যাকশন মুভি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, দিশা পাটানি, রনিত রায় এবং রাশি খান্না। (ছবি: সিদ্ধার্থ মালহোত্রা/ইনস্টাগ্রাম)'যোদ্ধা' ছবিটি মুক্তি পেয়েছে ১৫ মার্চ। করণ জোহরের ধর্মা প্রোডাকশন দ্বারা নির্মিত, এই অ্যাকশন ফিল্মটির বাজেট ৫৫ কোটি টাকা বলে জানা গেছে। (ছবি: সিদ্ধার্থ মালহোত্রা/ইনস্টাগ্রাম)চলুন জেনে নেওয়া যাক কত পারিশ্রমিক নিয়েছেন ছবির অভিনেতারা। (ছবি: সিদ্ধার্থ মালহোত্রা/ইনস্টাগ্রাম)সেনা অফিসার 'অরুণ কাত্যাল'-এর ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। খবরে বলা হয়েছে, সিদ্ধার্থ পারিশ্রমিক পেয়েছেন ৭ কোটি টাকা। (ছবি: সিদ্ধার্থ মালহোত্রা/ইনস্টাগ্রাম)ছবিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি। ফ্লাইট অ্যাটেনডেন্টের ভূমিকায় অভিনয় করেছেন দিশা। এই চরিত্রের জন্য দিশা পেয়েছেন ২ কোটি টাকা। (ছবি: দিশা পাটানি/ইনস্টাগ্রাম)ছবিতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রাশি খান্না। 'প্রিয়মবদা কাত্যাল' চরিত্রে অভিনয় করছেন রাশি। (ছবি: সিদ্ধার্থ মালহোত্রা/ইনস্টাগ্রাম)রাশি খান্না এই চরিত্রের জন্য ১.২৫ কোটি টাকা পেয়েছেন। (ছবি: রাশি খান্না/ইনস্টাগ্রাম)ছবিতে সিদ্ধার্থের বাবার ভূমিকায় অভিনয় করছেন রনিত রায়। (ছবি: রনিত রায়/ইনস্টাগ্রাম)সুরেন্দ্র কাত্যালের চরিত্রে অভিনয়ের জন্য রনিত রায়কে ১ কোটি পারিশ্রমিক দেওয়া হয়েছে। (ছবি: রনিত রায়/ইনস্টাগ্রাম)