New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/smita-patil-759.jpg)
তুলনামূলকভাবে ছোট কেরিয়ার, কিন্তু তাতেও প্রায় ৮০টি ছবিতে কাজ করেছেন স্মিতা পাটিল। ১৯৮৫ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
হিন্দি সিনেমায় নায়িকাদের সংজ্ঞা বদলেছিলেন স্মিতা পাটিল। মেইনস্ট্রিম ছবির বদলে মির্চ মশালা, আর্থ, আক্রোশ, মন্থন এবং বাজার-এর মতো দৃঢ় চরিত্রের হিন্দি ছবি বেছে নিয়েছিলেন তিনি। হিন্দি ছবির হিরোইনদের নতুন পথ দেখিয়েছিলেন স্মিতা পাটিল। ১৯৮৬ সালে ৩১ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী। তাঁর ৬৪তম জন্মদিনে রইল কিছু বিরল ছবি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ শ্যাম বেনেগাল একবার স্মিতা পাটিল সম্পর্কে বলেছিলেন, ''উনি অনেকটা গিরগিটির মতো ছিলেন। আপনি ভাবনার ব্যতিরেকে কাহিনির অংশ হয়ে ওঠার অদ্ভুত ক্ষমতা ছিল। উনি সহজাত ছিলেন। অবলীলায় বিভিন্ন সিন করে দিতে পারতেন। ক্যামেরা তাঁকে ভালবাসত। ক্যামেরা তাঁর দিকেই তাকিয়েইছিল, সবার মধ্যে থেকে বেছে নেওয়ার খাতিরে।'' ফোটো- এক্সপ্রেস আর্কাইভ হিন্দি ও মারাঠি মিলিয়ে ৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন স্মিতা পাটিল। ১৯৮৫ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন তিনি। ছবিতে নাসিরউদ্দিন শাহের সঙ্গে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ নিজের সাহসি ও অপ্রচলিত পছন্দ অনেক বন্ধ দরজায় ধাক্কা দিয়েছিল, পথ প্রসারিত করেছিল। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ অনিতা রাজ ও রাজ বব্বরের সঙ্গে স্মিতা পাটিল। পাটিল ও রাজ বব্বরের একমাত্র সন্তান প্রতীক বব্বর। তিনিও একজন অভিনেতা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ আর্থ অভিনেত্রী সেই সময়ের অনেক প্রতিভাশালী অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাদের মধ্যে রয়েছেন ওম পুরী, নাসিরউদ্দিন শাহ। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সুনীল দত্তের সঙ্গে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ ১৯৮৬ সালে ৩১ বছর বয়সে প্রয়াত হন স্মিতা পাটিল। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ