ভারতে প্রতিটি উৎসব মহান আড়ম্বর সহ পালিত হয় এবং এটি এই দেশের সৌন্দর্য। মুসলিম সম্প্রদায়ের লোকজন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইদের উৎসব পালন করে। কিন্তু বলিউডের এমন অনেক তারকা আছেন যাঁরা মুসলিম না হয়েও ইদ উদযাপন করেন। তাঁদের ভক্তদের ইদের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে এই সেলিব্রিটিদের ইদ পার্টি উপভোগ করতে দেখা যায়। তো চলুন জেনে নিই এই সেলিব্রিটিদের সম্পর্কে।সঞ্জয় দত্ত সঞ্জয় দত্তও পরিবারের সঙ্গে ইদ উদযাপন করেন। ইদ উদযাপনের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বহুবার। (সূত্র: সঞ্জয় দত্ত/ফেসবুক)অনিল কাপুর অনিল কাপুরকেও প্রায়ই ইফতার পার্টিতে দেখা যায়। অন্যান্য সেলিব্রিটিদের মধ্যে ইদ উদযাপনেও তিনি উপস্থিত থাকেন। বলিউডে তাঁর অনেক বন্ধু রয়েছে এবং অনিল কাপুর তাদের সঙ্গে ঈদ উদযাপন উপভোগ করেন। (সূত্র: অনিল কাপুর/ফেসবুক)বিপাশা বসু বলিউড সেলেবদের ইফতার পার্টিতে দেখা যায় বিপাশা বসুকে। শুধু তাই নয়, ইদের পার্টিতেও যোগ দেন তিনি। (সূত্র: বিপাশা বসু/ফেসবুক)শিল্পা শেঠি শিল্পা শেঠি শাবানা আজমির খুব ঘনিষ্ঠ এবং তাই শিল্পা শেঠি শাবানা আজমির ইফতার পার্টিতে যোগ দেন। শুধু তাই নয়, শাবানা আজমির বাড়িতে অনুষ্ঠিত ইদ পার্টিতেও যোগ দেন তিনি। (সূত্র: শিল্পা শেঠি/ফেসবুক)সোনাক্ষী সিনহা সোনাক্ষী সিনহা প্রতি বছরই ইদ উদযাপন করেন। সলমন খানের ইদ পার্টিতেও যোগ দেন তিনি। (সূত্র: সোনাক্ষী সিনহা/ফেসবুক)কিশোয়ার মার্চেন্ট কিশ্বর মার্চেন্ট টিভি ইন্ডাস্ট্রির একটি বড় নাম। তিনি ২০১১ সালের ছবি ভেজা ফ্রাই 2-এও উপস্থিত হয়েছেন। তিনিও বেশ জাঁকজমকের সঙ্গে ইদ উদযাপন করেন। (সূত্র: কিশোয়ার মার্চেন্ট/ফেসবুক) (আরও পড়ুন: ব্রেসলেটের পরে, এই রোলেক্স ঘড়িটি সালমান খানের লাকি চার্ম, জেনে নিন কত দাম )