-
'দাদাগিরি'-তে বসল বাইশ গজের চাঁদের হাট। এলেন ভি ভি এস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, মহম্মদ কাইফ, জাহির খান, অশ্বিন ও হরভজন সিং।
-
নাচে-গানে-আড্ডায় জমে উঠল এপিসোড। দাদাকেও নাচতে হল হরভজনের অনুরোধে।
-
দাদাগিরি-র এই বিশেষ এপিসোডে খেলতে এসে সবাই নস্ট্যালজিক হলেন। উঠে এল দাদার সঙ্গে কাটানো মুহূর্তের অনেক কথা।
-
মঞ্চে দাঁড়িয়ে সেহবাগ বললেন যে তিনি যে মিডল অর্ডার থেকে ওপেনিং ব্যাটসম্যান হয়েছেন তা দাদার জন্য।
-
হরভজন বলেন, "দাদা না থাকলে আমি আজ এই জায়গায় থাকতাম না"।
-
দুনিয়া কাঁপানো ছয় ক্রিকেটারের সঙ্গে দাদাগিরি-র নিয়ম মেনেই হল খেলা।
-
আর ওঁদের প্রশ্ন করতে এলেন সিধু, বিশ্বনাথ, ভাস্কর, রিমঝিম, সুদীপ্তা, রোশনি।
-
খেলতে খেলতেই দাদা ক্রিকেট তারকাদের সম্পর্কে বহু অজানা তথ্য শেয়ার করলেন।
-
সবচেয়ে বেশি যা নজর কাড়ল তা হল হরভজন সিংয়ের নাচ, দাদাকেও নাচালেন হরভজন।
-
এই বিরল তারকা সমাবেশে স্মরণীয় হয়ে থাকল ঊষা উত্থুপ ও ডালের মেহন্দির গান।
-
জাহির খান-কাইফ-হরভজন যেন ফিরে গেলেন তাঁদের ড্রেসিং রুমে কাটানো মুহূর্তগুলিতে।
-
জি বাংলা-র কর্ণধার সম্রাট ঘোষ বিশেষ স্মারক তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। এই এপিসোডের সম্প্রচার ১২ জানুয়ারি রাত সাড়ে ৮টায়।
