-
সাই পল্লবী- দক্ষিণী অভিনেত্রী ইদানীং কাশ্মীরি পণ্ডিত-গোরক্ষকদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। বহু হিট ছবির নায়িকা সাই পল্লবীর শিক্ষাগত যোগ্যতা অনেক। তিনি একজন ডাক্তার। কোয়েম্বাটোরের TBILISI স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি পেয়েছেন।
-
সামান্থা রুথ প্রভু- সম্প্রতি ‘পুষ্পা’ ছবিতে ‘ও আন্তাভা’ আইটেম গানে নেচে সিনেপ্রেমীদের মন চুরি করেছেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের শিরোনামেও থেকেছেন। তিনি চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে কমার্সে স্নাতক।
-
রাকুলপ্রীত সিং- অঙ্ক তাঁর পছন্দের বিষয়। যে কোনও জটিল অঙ্ক তাঁর কাছে কিছুই না। তিনি নয়াদিল্লির জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে অঙ্কে বিএসসি করেছেন।
-
নয়নতারা- সম্প্রতি বিয়ে করেছেন দক্ষিণী ছবির এই দাপুটে অভিনেত্রী। তাঁর বিয়েতে চাঁদের হাট বসেছিল। তিরুভাল্লার মাথোমা কলেজ থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর।
-
রশ্মিকা মন্দানা- পুষ্পা ছবির নায়িকা এখন বলিউডেও পা রাখতে চলেছেন। দক্ষিণী অভিনেতী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। বহুমুখী প্রতিভা রশ্মিকা। মাইসোর ইনস্টিটিউট অফ কমার্স অ্যান্ড আর্টসে পড়াশোনা করেছেন। তার পর এস রামাইয়া কলেজ থেকে মনোবিজ্ঞান, সাংবাদিকতা এবং ইংরাজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
-
অনুষ্কা শেট্টি- ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী দক্ষিণের অন্যতম দামি নায়িকা পারিশ্রমিকের দিক থেকে। ঝুলিতে হিট ছবির সংখ্যাও অনেক। কিন্তু জানেন কি তাঁর শিক্ষাগত যোগ্যতা? মাউন্ট কারমেল কলেজ থেকে কম্পিউটারে স্নাতক অনুষ্কা।
-
কাজল আগরওয়াল- দক্ষিণের পাশাপাশি এখন হিন্দি ছবিতেও জনপ্রিয় কাজল। মাস মিডিয়া নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মার্কেটিং এবং বিজ্ঞাপন নিয়ে তাঁর ডিগ্রি রয়েছে।
-
তৃষা কৃষ্ণণ- দক্ষিণী ছবির হিট অভিনেত্রী তৃষা ক্রিমিনাল সাইকোলজি নিয়ে কাজ করার স্বপ্ন দেখতেন। এথিরাজ কলেজ থেকে বিবিএ ডিগ্রি রয়েছে।
-
শ্রুতি হাসান- সবচেয়ে বড় পরিচয় তিনি সুপারস্টার কমল হাসানের মেয়ে। খুব বেশি হিট ছবি ঝুলিতে না থাকলেও সৌন্দর্যে তাঁর ধারে-কাছে অনেকেই নেই। তবে সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিও কম নেই। লেডি বেঙ্কটাসুব্বা রাও স্কুলে পড়াশোনা করার পর তিনি মুম্বইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজ থেকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন।
রূপে লক্ষ্মী-গুণে সরস্বতী! দক্ষিণী এই নায়িকাদের পড়াশোনা চমকে ওঠার মতো
কেউ ডাক্তার তো কেউ অঙ্ক নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। রূপে-গুণে সবেতেই সেরা।
Web Title: South indian actresses who are highly educated from sai pallavi s mbbs degree to rakul preet bsc mathematics