New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/Khushi-Kapoor-has-all-the-makings-of-a-Bollywood-star.jpg)
শ্রীদেবী কন্যা খুশি কাপুর
শ্রীদেবীর কন্যা জাহ্নবী এবং খুশি কাপুর ট্রেন্ডসে আসবেন না তাও কী হয়! মেয়েদের ফ্যাশন সম্পর্কে ধারণা যে মায়ের থেকে অনুপ্রাণিত তা খুবই স্পষ্ট। খুব শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করছেন জাহ্নবী কাপুর। এবার খুশির সাম্প্রতিক কিছু ছবি প্রমাণ করছে যে তিনি বলিউডে আসার জন্য প্রস্তুত। আরও ছবি দেখতে স্ক্রোল করুন। (Source: Photo by Instagram) সেলেব্রিটি স্টাইলিস্ট তানভি ঘাউড়ি সম্প্রতি খুশি কাপুরের কিছু নতুন ছবি শেয়ার করেছেন। (Source: Photo by Instagram) লম্বা গাউনে বেশ অনবদ্য দেখাচ্ছে খুশি কাপুরকে। (Source: Photo by Instagram) ছবিতে তাঁকে বেশ কনফিডেন্টলি পোজ দিতেও দেখা গেল। (Source: Photo by Instagram) এর আগে খুশিকে শ্রীদেবীর খুব কাছের বন্ধু মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাকেও দেখা গিয়েছিল। (Source: Photo by Instagram) রিয়া কাপুরের ইন্সটাগ্রাম পোস্টের স্টোরিতে খুশি এবং শানায়া কাপুরকেও দেখা গিয়েছে। (Source: Photo by Instagram) অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরকেও সম্প্রতি দেখা গিয়েছে। মা মাহেপ কাপুর শানাইয়ের কয়েকটি ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। (Source: Photo by Instagram)