New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/srijit-759.jpg)
অবশেষে বিয়ে করলেন সৃজিত মুখোপাধ্যায় ও মিথিলা। ফোটো- ইনস্টাগ্রান
আংটি বদল ও সই, অবশেষে বিয়ে হল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী দক্ষিণ কলকাতায় সৃজিতের বাড়িচেই রেজিস্ট্রি করে আইন মেনে বিয়ে করলেন দুজনে।ফোটো- রুদ্রনীলের ফেসবুক বিগত কয়েকদিনে তাদের দুজনের বিয়ে নিয়ে কম কানাঘুসো হয়নি। কিছু সংবাদমাধ্যম তাঁর বিয়ের তারিখও বলে দিয়েছিল। ফোটো- রুদ্রনীলের ফেসবুক সই করে বিয়ের পর ছোট্ট ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন তারা। ইন্ডাস্ট্রির কিছু। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম বিয়ের পর সৃজিত ও মিথিলার সঙ্গে সেলফি তুললেন রুদ্রনীল ঘোষ। ফোটো- রুদ্রনীলের ফেসবুক মেয়ে আইরাকে মাঝে নিয়েই সৃজিতের সঙ্গে রেজিস্ট্রি করলেন মিথিলা। শেষে ছবিও তুললেন মজা করে। ফোটো- মিথিলার ইনস্টাগ্রা্ম কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলেন সৃজিত। সেখানে মিথিলার সঙ্গে শপিং করতেও দেখা গিয়েছিল তাঁকে। ফোটো- রুদ্রনীলের ইনস্টাগ্রাম লাল জহরকোট এবং কালো পাঞ্জাবিতে সেজেছিলেন সৃজিত এবং লাল জামদানিতে দেখা গেল মিথিলাকে। ছিমছাম সাজেই নবদম্পতি হলেন তিনি। ফোটো- মিথিলার ইনস্টাগ্রাম রুদ্রনীল ঘোষ ও বন্ধুরা। ফোটো- রুদ্রনীলের ফেসবুক বাংলাদেশ থেকে এসেছিলেন মিথিলার বাবা-মা এবং পদ্মার ইলিশ। ফোটো- রুদ্রনীলের ফেসবুক বরপক্ষে ছিল সৃজিতে মা, দিদি ও রুদ্রনীল, শ্রীজাত-র মতো ইন্ডাসট্রির ঘনিষ্ঠরা। ফোটো- রুদ্রনীলের ফেসবুক ফোটো- সৃজিতের ইনস্টাগ্রাম বিয়ের পর জেনেভার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নব দম্পতি। সেখানেই পিএইচডি করবেন মিথিলা। ফোটো- সৃজিতের ফেসবুক