All in God's Name - সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি দশম অবতারের ট্রেলার লঞ্চ হয়েছে আজ। কিন্তু... গতকালতিনি বাংলা ছবির গেম চেঞ্জার। একঘেয়ে ভাত রুটির পাশাপাশি বাঙালির যে বিরিয়ানি পছন্দ সেটা তিনিই বুঝিয়েছেন। কমার্শিয়াল এর সঙ্গে কনটেন্টকে মিলিয়েছেন সৃজিত। গতকাল, তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক নিদারুণ সন্ধ্যার।ক্যাপ্টেন অফ দ্যা শিপের জন্মদিনে উপস্থিত ছিল প্রায় গোটা টলিউড। বাদ পড়েন নি দেব - কৌশিক সেন থেকে রুপম ইসলাম এবং ছবির চার স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া এহসান।একদিকে, সৃজিতের জন্মদিন, অন্যদিকে ট্রেলারের প্রিভিউ। আয়োজনে কোনওরকম খামতি ছিল না। এবার আসা যাক ছবির ট্রেলারে। প্রথমেই মুগ্ধতা, কারণ রুপম এবং অনুপমের গান ছাড়া সৃজিত মুখোপাধ্যায়ের ছবি সম্পূর্ন না।সকাল হতেই নতুন এবং বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার এল। প্রবীর বাবুর থুড়ি, স্যারের ফ্যান তো সেই ২২ শে শ্রাবণ থেকেই। আর তিনি মুদির দোকান চালান না। এবার, তাঁকেই সঙ্গ দেবেন অনির্বাণ। পরিচালক চিত্রনাট্য সাজিয়েছেন, কিন্তু খাপে খাপ কতটা?ট্রেলারে এমনটাই দেখানো হয়েছে, এখানে ঈশ্বরের নামে সবকিছু হয়। ঠিক যেমন, নারায়নের নয় অবতার বারবার যুগে যুগে ফিরিয়াছেন...মানুষকে উদ্ধার করেছেন। এখানে যীশু কিছুটা তাই। তিনি সিরিয়াল কিলিং করেন, তবে ঈশ্বরের নাম ধরে। নিজেকে দশম অবতার বলে মনে করেন।আজও, পুরাণ বলে ঘোর কলিতে কল্কি আসবে ধর্ম এবং ন্যায়ের বিচার করতে। যীশুর উদ্দেশ্য কি তবে ন্যায় পাওয়ানো? সে তো সময় বলবে। তাঁকে খুঁজে পেতে সমস্ত গল্পটা।সিনেমায় গুরুত্বপূর্ন ভূমিকায় জয়া আহসান। তিনি কিছুটা ইনফরমার হিসেবেই চিত্রিত হয়েছেন। এই প্রথম এতবড় একটা স্টার কাস্ট নিয়ে মুখুজ্জে বাবু কাজ করেছেন। পরম এবং রাইমার জায়গায় রোমান্টিক আবহে গা ভাসিয়েছেন অনির্বাণ এবং জয়া।সৃজিত কি জাস্টিস করলেন? প্রবীর বাবু ফিরলেন! যীশু আবারও বাংলা সিনেমায়। নেতিবাচক নাকি পজিটিভ, সেটি রহস্য এবং ধোঁয়াশা। তবে, শহর কলকাতা সাক্ষী থেকেছে রহস্যের জোরালো গন্ধের।