New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/srijit-mothila.jpg)
সৃজিত ও মিথিলা, সংক্ষেপে সৃজিলা-র রিসেপশন পার্টির কিছু ছবি (সোশাল মিডিয়া থেকে সংগৃহীত)
২৯ ফেব্রুয়ারি ছিল সৃজিত মুখোপাধ্যায় ও রফিয়াত রশিদ মিথিলার বিয়ের রিসেপশন পার্টি। তার কিছু ঝলক ছবিতে ছবিতে। ছবি: সোশাল মিডিয়া থেকে সংগৃহীত। পুরোপুরি বাঙালিয়ানায় সম্পৃক্ত হবে বিয়ের রিসেপশন পার্টি। এমনটা আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ২৯ ফেব্রুয়ারি কলকাতার 'স্বভূমি'-তে ছিল ভূরিভোজের আয়োজন। এপার বাংলা এবং ওপার বাংলার বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন আমন্ত্রিত। সৃজিত-মিথিলার সাজটি তো দারুণ ছিল বটেই, পাশাপাশি সাজে নজর কাড়লেন নিমন্ত্রিতরাও। যেমন এই ছবিতে সস্ত্রীক পদ্মনাভ দাশগুপ্ত এবং ঊষসী চক্রবর্তী। ৬ ডিসেম্বর ২০১৯-এ, ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় সৃজিত-মিথিলার বিয়ের নথিভুক্তিকরণ। প্রায় তিন মাস পরে, লিপ ইয়ারের লিপ ডে-তেই ভূরিভোজের আয়োজন করলেন সৃজিলা। এই নামেই আপাতত সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং সৃজিত-মিথিলা। বাঁদিকে সৃজিতের সঙ্গে একতা ভট্টাচার্য ও ডানদিকে সৃজিত-মিথিলার সঙ্গে অমৃতা চট্টোপাধ্যায়। কাকাবাবুর লুকে তৈরি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ফোটো- ফেসবুক শর্বরী দত্তর পোশাকে সেজেছিলেন সৃজিত-মিথিলা। ফোটো- ফেসবুক সপরিবারে গঙ্গোপাধ্যায় পরিবার । ফোটো- ফেসবুক কেক কেটে চলল সেলিব্রেশন। একে অপরকে কেকও খাওয়ালেন দম্পতি। সৃজিত মিথিলার সঙ্গে ছিলেন তাদের মেয়েও। ফোটো- ফেসবুক অমৃতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিত মিথিলা। বুম্বাদাকে নিয়ে আসছেন সৃজিত। পরবর্তী ছবিও একসঙ্গে করতে চলেছেন তারা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিথিলার আলাপ করালেন সৃজিত। অর্পণা সেন ও সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত-মিথিলার রিশেপসনের কেক। রিশেপসনের পরের দিনই কাকাবাবুর শুটিংয়ে বিদেশে গেলেন সৃজিত। ফোটো- ফেসবুক