Advertisment
Presenting Partner
Desktop GIF

শাহজাহান রিজেন্সি, সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবির যাত্রা শুরু

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি বলে কথা। মহরতে হৈ হুল্লোর হবে এটাই তো স্বাভাবিক। কারণ টলিউডের হিট ফর্মুলা বলতেই এখন তিনি। তাই পরিচালকের পরের ছবি 'শাহজাহান রিজেন্সি'র সূচনায় উপস্থিত ছবি কলাকুশলী সহ প্রযোজনা সংস্থার বড়কর্তারাও। শ্রীকান্ত মোহতাকেও দেখা গিয়েছিল এদিন। আর পূজোর শেষে চলল সেলফি পর্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
sahjahan regency

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি বলে কথা। মহরতে হৈ হুল্লোর হবে এটাই তো স্বাভাবিক। কারণ টলিউডের হিট ফর্মুলা বলতেই এখন তিনি। তাই পরিচালকের পরের ছবি 'শাহজাহান রিজেন্সি'র সূচনায় উপস্থিত ছবি কলাকুশলী সহ প্রযোজনা সংস্থার বড়কর্তারাও। শ্রীকান্ত মোহতাকেও দেখা গিয়েছিল এদিন। আর পূজোর শেষে চলল সেলফি পর্ব।

Abir Chatterjee tollywood Srijit Mukherji rituparna sengupta parambarata chatterjee
Advertisment