সিনেমা-টিনেমা Photos শ্রীময়ী-জুন আন্টি-অনিন্দ্য শ্যুটিং-এর বাইরে কীভাবে সময় কাটান? Written by IE Bangla Web Desk IE Bangla Web Desk 04 Aug 2020 17:12 IST Follow Us New Update মুখ ঢেকে যায় মাস্কে...শ্রীময়ীর সেটে জুন আন্টি ও অনিন্দ্য। শট রেডি!অনিন্দ্যর কোলে জুন, থুড়ি সুদীপ কোলে তুলে নিয়েছেন ঊষসীকে। গোটাটাই শ্যুটিং-এর বাইরে। তাহলেই বুঝুন অফস্ক্রিন রসায়নটা কেমন! সিরিয়ালে শ্রীময়ীর সঙ্গে তাঁর চুলোচুলি। কিন্তু এখানে সেই জুনকেই চুল গুছিয়ে দিচ্ছেন হেয়ার স্টাইলিস্ট। সুখী পরিবার...চিত্রা সেন, উষসী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী এবং ইন্দ্রানী হালদার।মাস্ক, ফেস শিল্ডের আড়ালে উষসী।টিভিতে যতই ঝগড়া করুক আসলে কিন্তু খবই ভাব ওঁদের মধ্যে। নানা রঙের উষসী।কালিম্পং-এ আউট-ডোর শ্যুটিং করতে যাওয়ার পথে খেতে নেমে ফ্রেমবন্দি শ্রীময়ী-ডিঙ্কা-জুন। শ্যুটিং-এর চাপ ছিল তবু সকলে মিলে হাসি ঠাট্টা মজায় মেতেছেন। সিরিয়ালে দেখা যায় অনিন্দ্য-জুন-শ্রীময়ী ত্রিকোণ সম্পর্ক। কিন্তু গল্পের বাইরে এই তিন চরিত্রাভিনেতা বেশ খোশ মেজাজেই থাকেন। কালিম্পং যাওয়ার পথে...দোলনায় জুন ও দিঠি। পিছনে ডিঙ্কা। সম্প্রতি আউটডোর শুটিং-এ গিয়েছিল টিম ‘শ্রীময়ী’। এয়ারপোর্টে ইন্দ্রণী, সুদীপ, ঊষসীকখনও তিনি ‘জুন আন্টি’, কখনও ‘জুজু’। তাঁকে নিয়ে হাজারও মিম।ঊষসীকে স্নেহের চোখে দেখেন সুদীপ। Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন