এসআরকের কলকাতার একটি ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রিয় অভিনেতার জন্মদিন উপলক্ষে অনাথ শিশুদের খাওয়ানোর আয়োজন করা হয়েছিল।
খাদ্য সামগ্রী ছাড়াও বিভিন্ন ধরনের অত্যাবশকীয় পণ্য বিলি করা হয় সেখানে।
জন্মদিনে এবার করোনা আবহের জন্য মন্নতের সামনে চেনা ভীড় না থাকলেও প্রিয় অভিনেতার জন্মদিনে অভিনব উদ্যোগ নিতে ভোলেননি অনুরাগীরা। ঠিক যেমনটা শাহরুখ অতিমারী আবহে দুঃস্থদের পাশে দাঁড়িয়েছিলেন।
কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর বেশ ভাল সম্পর্ক। আজ প্রিয় ভাই-এর জন্মদিনে তাই শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফেসবুক পেজে শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।