New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-2.jpg)
ছবি: অন্তরা ঘোষের ফেসবুক প্রোফাইল থেকে সংগৃহীত। সৌজন্যে: বেবি স্টোরিজ
'কে আপন কে পর' নায়ক বিশ্বজিৎ ঘোষ ও তাঁর স্ত্রী অন্তরার প্রথম সন্তান অয়নজিৎ। সৌজন্যে: বেবি স্টোরিজ মাস কয়েক আগেই রামকৃষ্ণ মিশনে হয়েছে প্রথম ভাত খাওয়া। সৌজন্যে: বেবি স্টোরিজ এবার ছিল পারিবারিক রীতি-পালনের আয়োজন। সৌজন্যে: বেবি স্টোরিজ গত মাসে আত্মীয়স্বজন ও বন্ধুদের অন্নপ্রাশনের ভোজ খাওয়ালেন দম্পতি। সৌজন্যে: বেবি স্টোরিজ ছোট্ট অয়নজিতের ডাক নাম কুট্টুস। সৌজন্যে: বেবি স্টোরিজ এমনিতে সে বেশ গুরুগম্ভীর কিন্তু অন্নপ্রাশন অনুষ্ঠানে বেশ কয়েকবার হাসি ফুটেছে মুখে। সৌজন্যে: বেবি স্টোরিজ অন্নপ্রাশন অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন 'কে আপন কে পর' ইউনিটের সদস্যরা। সৌজন্যে: বেবি স্টোরিজ এলেন পল্লবী শর্মা, কল্যাণী মণ্ডল, সৌমি পাল, সিমরান উপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও ধারাবাহিকের কলাকুশলীরা। সৌজন্যে: বেবি স্টোরিজ নিয়ম মেনে অন্নপ্রাশনের তত্ত্বও এল মামার বাড়ি থেকে। সৌজন্যে: বেবি স্টোরিজ বিশ্বজিৎ-অন্তরার বিয়ে হয় ২০১৭ সালে। সৌজন্যে: বেবি স্টোরিজ তার আগে রয়েছে তাঁদের দীর্ঘ ও মিষ্টি প্রেমপর্ব। সৌজন্যে: বেবি স্টোরিজ অন্তরার বোন ও তাঁর বাবা-মায়ের কোলে কুট্টুস। সৌজন্যে: বেবি স্টোরিজ বিশ্বজিতের পরিবার, শুধু খুদে সদস্য মিসিং। একটু ব্রেক পেয়েছেন দম্পতি। সৌজন্যে: বেবি স্টোরিজ অয়নজিৎ বড় হয়ে তার বাবার মতো অভিনেতা হবে কি না তা তো জানা নেই। সৌজন্যে: বেবি স্টোরিজ তবে তার এই গুরুগম্ভীর ব্যক্তিত্ব কিন্তু শুধু বাবার থেকে পাওয়া নয়, মায়ের থেকেও। তিনি যেমন হাস্যময়ী, তেমনই স্বল্পবাক ও গম্ভীর। সৌজন্যে: বেবি স্টোরিজ ভাল থাকুক ঘোষ পরিবারের এই খুদে সদস্য। সৌজন্যে: বেবি স্টোরিজ