New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/4-6.jpg)
কোন জুটির কেমিস্ট্রি ছিল সেরা, এক নজরে ১০।
স্টার জলসা-র 'সাঁঝের বাতি' ধারাবাহিকে চারু (দেবচন্দ্রিমা) ও আর্য্যমান (রিজওয়ান)। ছবি সৌজন্য: স্টার জলসা স্টার জলসা-র 'এখানে আকাশ নীল' ধারাবাহিকে উজান (শন) ও হিয়া (অনামিকা)। ছবি সৌজন্য: স্টার জলসা জি বাংলা-র 'কৃষ্ণকলি' ধারাবাহিকে শ্যামা (তিয়াসা) ও নিখিল (নীল)। ছবি সৌজন্য: জি বাংলা জি বাংলা-র 'ত্রিনয়নী' ধারাবাহিকের নয়ন (শ্রুতি) ও দীপ্তব্রত (গৌরব)। ছবি সৌজন্য: জি বাংলা স্টার জলসা-র 'কলের বউ' ধারাবাহিকে দীপ (রোহন) ও টেঁপি (তৃণা)। ছবি সৌজন্য: স্টার জলসা জি বাংলা-র 'বকুলকথা' ধারাবাহিকে ঋষি (হনি) ও বকুল (ঊষসী)। ছবি সৌজন্য: জি বাংলা সান বাংলা-র 'সীমানা পেরিয়ে' ধারাবাহিকে আর্য (ঋতজিৎ) ও পদ্মা (কুয়াশা)। ছবি সৌজন্য: সান বাংলা স্টার জলসা-র 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে আকাশ (সৈয়দ) ও ইরাবতী (মনামী)। ছবি সৌজন্য: স্টার জলসা কালারস বাংলা-র 'চিরদিনই আমি যে তোমার' ধারাবাহিকের রণ (সৌভিক) এবং অণু (শার্লি)। ছবি সৌজন্য: কালারস বাংলা স্টার জলসা-র 'চুনি-পান্না' ধারাবাহিকের চুনি (অন্বেষা) ও নির্ভীক (দিব্যজ্যোতি)। ছবি সৌজন্য: স্টার জলসা