New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/subhashree-759-3.jpg)
শুভশ্রীর বেবি বাম্পের ছবি। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম
মন চাইলেও চকোলেট, আইসক্রিম খুব একটা খেতে পারেন না তিনি। কিন্তু প্রেগনেন্সি ক্রেভিংয়ে তো সব মাফ। মাতৃত্ব উপভোগ করছেন শুভশ্রী। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম ফ্রিজ থেকে চকোলেট বার করে চুপিচুপি খাচ্ছেন অভিনেত্রী। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম কিছুদিন আগেই শুভশ্রীকে লুকিয়ে তাঁর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রাজ। তখনই প্রথমবার দেখা গিয়েছিল বেবি বাম্প। ফোটো- রাজের ইনস্টাগ্রাম এদিন কখনও ফ্রিজের সামনে তো কখনও বাড়ি বিভিন্ন জায়গায় বেবিবাম্পে মিষ্টি পোস্ট দিলেন নায়িকা। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম শুভশ্রী লিখেছেন, প্রেগনেন্সি মানেই নয় মাসের চিট ডে। সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তিনি। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম সাদা কালো পোলকা ডটের পোশাক পরে এদিন নিজেই শেয়ার করলেন বেবিবাম্পের ছবি। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম লকডাউনের প্রথম দিকে ফুচকা খাওয়ার ছবি শেয়ার করেছিলেন নায়িকা। কিন্তু তখনও প্রকাশ্যে আসেনি সুখবর। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম অবশেষে রাজ-শুভশ্রীর দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনে তাঁরা জানিয়েছিলেন বাবা-মা হওয়ার কথা। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম তবে মম টু বি, এখন খোশমেজাজে। উপভোগ করছেন মাতৃত্বের প্রতিটা মূহুর্ত। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম