সিনেমা-টিনেমা Photos মা হলেন শুভশ্রী, ছেলে যুবানকে কোলে নিয়ে প্রথম ছবি রাজের মা হলেন টলি নায়িকা শুভশ্রী। এদিন দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজ-ঘরণী। IE Bangla Web Desk 12 Sep 2020 15:34 IST Follow Us New Update ছবি: টুইটার। মা হলেন টলি নায়িকা শুভশ্রী। এদিন দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজ-ঘরণী। ছবি: ফেসবুকমা ও ছেলে। সোশ্য়াল মিডিয়ায় ছেলের প্রথম ছবি সামনে আনলেন নায়িকা। নাম রাখলেন যুবান চক্রবর্তী। ছবি: টুইটার। বাবার কোলে যুবান। 'স্বপ্ন সত্য়ি হল', বললেন রাজ। ছবি: টুইটার। শুভশ্রীর মা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, ''হাম জেঠু বান গ্য়ায়া!'এদিন সকালে সোশ্য়াল মিডিয়ায় রাজ লিখেছিলেন ' জয় জগন্নাথ'। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল যে আজই মা হতে চলেছেন শুভশ্রী। গত কয়েক মাস ধরে হবু মা হিসেবে শুভশ্রীর ছবিতে মজে ছিল নেট দুনিয়া। শুভশ্রীর মা হওয়ার খবরে চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া। উল্লেখ্য়, কয়েকটা দিন আগেই প্রয়াত হন রাজের বাবা।কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে, শুভশ্রীর করোনা টেস্ট নেগেটিভ আসায় নিশ্চিন্ত ছিল পরিবার।শুভশ্রীর মা হওয়ার খবরে খুশির হাওয়া টলি পাড়াতেও। বিয়ের মণ্ডপে রাজ-শুভশ্রী। Subhasree Ganguly Raj Chkraborty Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন Advertisment পরবর্তী প্রবন্ধ পড়ুন