-
মা হলেন টলি নায়িকা শুভশ্রী। এদিন দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাজ-ঘরণী। ছবি: ফেসবুক
-
মা ও ছেলে। সোশ্য়াল মিডিয়ায় ছেলের প্রথম ছবি সামনে আনলেন নায়িকা। নাম রাখলেন যুবান চক্রবর্তী। ছবি: টুইটার।
-
বাবার কোলে যুবান। 'স্বপ্ন সত্য়ি হল', বললেন রাজ। ছবি: টুইটার।
-
শুভশ্রীর মা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, ''হাম জেঠু বান গ্য়ায়া!'
-
এদিন সকালে সোশ্য়াল মিডিয়ায় রাজ লিখেছিলেন ' জয় জগন্নাথ'। তখন থেকেই জল্পনা ছড়িয়েছিল যে আজই মা হতে চলেছেন শুভশ্রী।
-
গত কয়েক মাস ধরে হবু মা হিসেবে শুভশ্রীর ছবিতে মজে ছিল নেট দুনিয়া।
-
শুভশ্রীর মা হওয়ার খবরে চক্রবর্তী পরিবারে খুশির হাওয়া। উল্লেখ্য়, কয়েকটা দিন আগেই প্রয়াত হন রাজের বাবা।
-
কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। তবে, শুভশ্রীর করোনা টেস্ট নেগেটিভ আসায় নিশ্চিন্ত ছিল পরিবার।
-
শুভশ্রীর মা হওয়ার খবরে খুশির হাওয়া টলি পাড়াতেও।
-
বিয়ের মণ্ডপে রাজ-শুভশ্রী।
