-
মাতৃদিবসের পরদিন সকালেই আনন্দের খবর দিয়েছে রাজ-শুভশ্রী। মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাদের কোল আলো করে আসছে নতুন প্রাণ। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
ডেনিম ও কালো প্রিন্টেট টি-শার্টে তৈরি হয়েছেন দু’জনে। রাজের টি-শার্টে লেখা, ‘ড্যাড টু বি!’ আর শুভশ্রী জানাচ্ছেন, ‘এই মেয়েটি মা হতে চলেছে।’ ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম -
সদ্য মা হয়েছেন কোয়েল মল্লিক। সেই রেশ কাটার আগেই নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর দিলেন রাজের 'শুভ'। আর এই খবর টুইট করা মাত্র সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
দু'বছর আগে ১১ মে বাওয়ালি রাজবাড়িতে বসেছিল রূপকথার আসর। রাজকীয় অনুষ্ঠানে চারহাত এক হয়েছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
তাদের প্রেম থেকে বিবাহ, সবটাই ছিল টলিউডের নজরে। বহু চর্চিত এই কাহিনি কিন্তু দেখতে দেখতে দু'বছর পেরিয়ে এল। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
দ্বিতীয় বিবাহবার্ষিকীতে তাঁরা জানালেন, 'আমরা প্রেগন্যান্ট।' সেপ্টেম্বর কিংবা অক্টোবরে আসতে চলেছে নয়া সদস্য। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে রাজ বলেছেন, ভ্যালেন্টাইনস ডে-র দিন সুখবর পান তাঁরা। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম -
রাজের মতে, তাঁরা একে অপরকে এর থেকে বিশেষ উপহার দিতে পারত না। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
খবরটা পাওয়ার পর হাতের সমস্ত কাজ শেষ করেছেন শুভশ্রী। ছবির শুটিংও চলছিল তাঁর। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
খুব ভাল বন্ধু 'রাজশ্রী'। সিনেমা, জিম, রেস্তারাঁ হপিং থেকে ট্রাভেল সবেতেই চুটিয়ে উপভোগ করেন একে অপরের সঙ্গ। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
বিয়ের পর রাজের পরিচালনাতে পরিণীতা ছবিতে দেখা যায় নায়িকাকে। এবার জীবনের আরও এক নতুন পর্বে পথে তাঁরা। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
রাজের ধর্মযুদ্ধ ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। করোনা আতঙ্কে পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম এছাড়া রাজ চক্রবর্তীর পরিচালনাতে হাবজি গাবজি-তেও কাজ করেছেন রাজ ঘরণী। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম -
বছর দুই ধরে তারা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে দিব্যি চলছেন। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
টলিউডের পাওয়ার কাপল-এর আখ্যা তো এমনি মেলেনি। ফোটো- রাজ-শুভশ্রীর ইনস্টাগ্রাম
