-
নতুন যাত্রা শুরু করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রান্নাবান্নায় ঝোঁক! ‘বৌদি ক্যান্টিন’-এর কাজ শেষ পর্যায়ে। এদিকে সদ্য মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’। এখনও রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। তার মাঝেই শোনা গেল আরও এক সুখবর!(ছবি- ইনস্টাগ্রাম)
-
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটিতে ধরা দিতে চলেছেন ‘বৌদি ক্যান্টিন’ ছবিতেও। এবার সিনেপর্দায় বাজিমাত করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মের ময়দানেও পদাপর্ণ করতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। (ছবি- ইনস্টাগ্রাম)
-
নেপথ্যে এসভিএফ-এর ওয়েব প্ল্যাটফর্ম হইচই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের হাত ধরেই নতুন যাত্রা শুরু করছেন অভিনেত্রী। (ছবি- ইনস্টাগ্রাম)
-
কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এবার ওয়েব সিরিজের আকারে আসতে চলেছে। পরিচালক দেবালয় নিজেই সেখবরে সিলমোহর বসিয়েছেন। (ছবি- ইনস্টাগ্রাম)
-
আর সেই সিরিজের মুখ্য চরিত্রে ইন্দুবালার ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। অভিনেত্রী নিজে যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। (ছবি- ইনস্টাগ্রাম)
-
তা শুটিং কবে শুরু হচ্ছে? কানাঘুষো শোনা গেল, জুলাই মাসেই শুরু হবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের শুটিং। লোকেশন- কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। (ছবি- ইনস্টাগ্রাম)
