-
হাসপাতালেই ভর্তি রয়েছেন শুভশ্রী। সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। গরম চায়ে চুমুক দিয়ে শুরু হয়েছে নতুন জীবনের নতুন সকাল। সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন তিনি। সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ছবি।
-
যুবানকে কোলে নিয়ে শুয়ে আছেন অভিনেত্রী। স্নেহের চুম্বন স্পর্শ করছেন সন্তানের কপালে।
-
নতুন সদস্যকে নিয়ে খুশির আমেজ চক্রবর্তী পরিবারে। এখনো হাসপাতাল থেকে ছাড়া পাননি অভিনেত্রী। ভিজিটিং আওয়ারস স্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেই সময় আনন্দের মুহূর্ত কে ক্যামেরাবন্দি করেছেন তারা।
-
সন্তানকে কোলে নিয়ে রয়েছেন রাজ।
-
শুভশ্রীর মা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি লিখেছেন, ''হাম জেঠু বান গ্য়ায়া!'
-
শুভশ্রীর মা হওয়ার খবরে খুশির হাওয়া টলি পাড়াতেও।
