ইন্দিরা গান্ধীর ভূমিকায় পর্দা কাঁপিয়েছেন যে অভিনেত্রীরা
গুলজার পরিচালিত 'আঁধি'তে সুচিত্রা সেনকে (Suchitra Sen) এক গানের দৃশ্যে আরতি নামে একজন রাজনীতিবিদ হিসেবে দেখা গিয়েছিল, যে চরিত্র ইন্দিরা গান্ধীর কথা মাথায় রেখেই তৈরি করেন পরিচালক। এমনকী তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা খোদ প্রশংসা করেছিলেন দেখে। যা এখনও অবধি পর্দায় আয়রন লেডির সেরা চিত্রায়নগুলির মধ্যে একটি।'এমার্জেন্সি'তে ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাউতের পয়লা ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল। পরিচালনাও করছেন কঙ্গনা নিজেই।অক্ষয় কুমারের থ্রিলার ছবি 'বেল বটম'-এ ইন্দিরা গান্ধীর অবতারে অবিশ্বাস্য পারফরম্যান্স দেন লারা দত্ত। যে লিক দেখে ছিটকে যাওয়ার জোগাড় হয়েছিল দর্শকদের।নরেন্দ্র মোদীর বায়োপিকে খুব কম সময়ের জন্য হলেও ইন্দিরা গান্ধীর ভূমিকায় নজর কেড়েছিলেন কিশোরী সাহানে।মধুর ভান্ডারকর পরিতালিত 'ইন্দু সরকার'-এ সুপ্রিয়া বিনোদ অভিনয় করেন ইন্দিরা গান্ধীর চরিত্রে।বাল ঠাকরের বায়োপিক এমনকী পরবর্তীতে রণবীর সিং অভিনীত তথা কবীর খান পরিচালিত স্পোর্টস ড্রামা '৮৩'-তে ইন্দিরা গান্ধির ভূমিকায় দেখা যায় অবন্তিকা আকেরকরকে।অজয় দেবগণের 'ভূজ: দ্য প্রাইড অফ আ নেশন' সিনেমায় ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেন নভনি পরিহার।জরুরী অবস্থার সমালোচনা করে লেখা সলমন রুশেদির এক উপন্যাস নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। দীপা মেহেতার পরিচালনায় তা নিটয়ে পরবর্তীতে সিনেমা তৈরি হয়। যেখানে ইন্দিরা গান্ধীর ভূমিকায় ছিলেন সরিতা চৌধুরি।অজয় দেবগণের 'রেইড' এবং কঙ্গনা রানাউতের 'থালাইভি'-এই দুটি সিনেমাতেই ফ্লোরা জেকব অভিনয় করেন ভারতের পয়লা প্রধানমন্ত্রী ইন্দিরার চরিত্রে।