সুই ধাগা ছবির প্রচারে কবকাতায় এসেছিলেন অনুষ্কা শর্মা ও বরুণ ধাওয়ান। ছবি-শশী ঘোষ
সুই ধাগা ছবির প্রচারে কবকাতায় এসেছিলেন অনুষ্কা শর্মা ও বরুণ ধাওয়ান। ছবি-শশী ঘোষ
সুই ধাগার প্রচারে এসেছিলেন তাই ধরনটাও ছিল অন্যকরম। সুতো দিয়ে নকশা করা ছিল প্রত্যেকটা রিকশায়।
‘সুই ধাগা: মেড ইন ইন্ডিয়া’ পরিচালক শরত কাটারিয়ার কমেডি ছবি। যশরাজ ফিল্মের ব্যানারে ছবির প্রযোজনা করেছেন মনীশ শর্মা।
ফ্যানেদর উদ্দেশ্যে হাত দেখালেন তিনি। ছোট টিপ আর হালকা মেকআপের বাঁধ না মানা সৌন্দর্য বিরাট ঘরনীর।
প্রচারের জন্য কলকাতার এক পাঁচতারা হোটেলে এসেছিলেন তারা। তবে সেখানে ফোটোগ্রাফারদের পোজ দিচ্ছিলেন আর বাইরে থেকে আওয়াজ আসছিল ফ্যানেদের।
এদিন তিলোত্তমায় প্রচারে এলে ফ্যানেদের দিকে নজর দেবেন না একি করে হয়। হোটেলের গেটে উপচে পড়ছে তাদেরকে দেখার ভিড়।
রিকশা চালকের আসনে বসলেন বরুণ আর যাত্রী অনুষ্কা।
ছোট শহরের প্রেক্ষাপটে গল্পের জাল বুনেছেন পরিচালক শরৎ কাটারিয়া। আর এই ছবির প্রমোশনও শুরু হয়েছে আদালাভাবে। আর অনুষ্কার সাজও এদিন ছিল সম্পুর্ণ ঘরোয়া।
এই ছবি কারিগরের লড়াইয়ের ছবি। দেশীয় এমব্রয়ডারিকে বাঁচিয়ে রাখার চেষ্টা।
প্রচারে এসে ছবির জন্য পোজ দিচ্ছিলেন। গেটের বাইরে ফ্যানেদের চিতকার শুনে হঠাতই এগিয়ে যান এই দুই তারকা। আর কে পায় ভক্তদের। গলার আওয়াজ যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল তাদের।
‘সুই ধাগা’ ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেন নিয়ে ছবি। ২০১৪ সালে সরকার ভারতের টেক্সটাইল ইন্ডাষ্ট্রিকে প্রচারের আলোয় এনেছিল।