New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/03/PJEizodY89u60LQAowwO.jpg)
কেমন দেখতে ছিলেন কিং খান?
SRK Old Pic: আজকের যে শাহরুখ খানে আসমুদ্র হিমাচল ফিদা, কলেজ লাইফে তাঁর সেই মহিমা ছিল? সেই সময় কেমন দেখতে ছিলেন কিং খান? দেখলে তাজ্জব বনে যাবেন।
কেমন দেখতে ছিলেন কিং খান?
কখনও রোম্যান্টিক নায়ক তো কখনও আবার সিক্স প্যাক অ্যাবসে ধুঁয়াধার অ্যাকশনে মাত দেন। নয়ের দশকের ছেলেমেয়ে থেকে বর্তমান প্রজন্মের খুদেরাও তাঁর বিরাট ফ্যান। নামেই যেন কামাল! তিনি নান আদার দ্যান বলিউডের বাদশা শাহরুখ খান। নামের সঙ্গে জুড়েছে কিং খান তকমাও। তবে এই খ্যাতির নেপথ্যে রয়েছে কঠোর শ্রম। আজকের যে শাহরুখ খানে আসমুদ্র হিমাচল ফিদা, কলেজ লাইফে তাঁর সেই মহিমা ছিল? সেই সময় কেমন দেখতে ছিলেন কিং খান? দেখলে তাজ্জব বনে যাবেন।
অভিনেতা অমর তলওয়ার ২০০১ সালে শাহরুখের সুপারডুপার হিট মুভি কভি খুশি কভি গমে অভিনয় করেছিলেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বাদশার অদেখা কিছু ছবি শেয়ার করেছেন। যা দেখে শাহরুখ ভক্তরা একেবারে থ! বলিউডে এন্ট্রি নেওয়ার আগে কেমন দেখতে ছিলেন শাহরুখ সেই নজিরই রয়েছে অভিনেতার লেটেস্ট পোস্টে। শাহরুখের পুরনো দিনের ছবি শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
১৯৯০ সাল থেকে তাঁরা পরস্পরকে চেনেন। শাহরুখের মনোক্রম ছবিগুলো শেয়ার করে অমর তলওয়ার লিখেছেন, আমার ছেলে মনোজের সঙ্গে শাহরুখের ছবি। এই ছবিগুলো ১৯৯০ সালের। তখনও শাহরুখ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেননি। আমি আর শাহরুখ একসঙ্গে Barry John’s Theatre Action Group-এ কাজ করেছি। Rough Crossing ও Who’s Life Is It Anyway-তে আমাদের কাজ সকলের পছন্দ হয়েছিল। তৃতীয় নাটক Lend Me A Tenor-এ Barry John আমাকে শাহরুখের পরিবর্তে কাস্ট করেছিলেন। কারণ শাহরুখ ততদিনে অভিনয়ে সুনাম অর্জন করে ফেলেছেন। বাকিটা ইতিহাস।
তিনটি ছবি পোস্ট করেছেন অমর তলোয়ার। প্রথম ছবিতে শাহরুখের সেই আইকনিক হাসি। দ্বিতীয়টিতে ক্যামেরার লেন্সে চোখ শাহরুখের। আর শেষ ছবিতে অমরের ছেলেকে জড়িয়ে ফ্রেমবন্দি বলিউডের বাদশা।
সুজয় ঘোষের কিং ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সুহানা খান। প্রথমবার বাবা-মেয়ের যুগলবন্দি দেখতে শাহরুখ ভক্তরা যে মুখিয়ে রয়েছেন সে কথা বলাইবাহুল্য়। ২০২৬-এর মাঝামাঝি মুক্তি পেতে পারে শাহরুখের পরবর্তী ছবি।
এই মুহূর্তে আইপিএল -এ ব্যস্ত রয়েছেন কিং খান।