New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/tapas-pal-759.jpg)
বাংলার এই মৃত্যুও বিহ্বল করে দিয়েছিল দর্শককে। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/82955169_2551348955126245_2742276280239946857_n.jpg)
প্রায় ১৫ দিন অতিক্রান্ত, তবুও সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণ মেনে নিতে পারেনি মানুষ। ঠিক যেমন ধাক্কা লেগেছিল তাপস পাল চলে যাওয়ায়। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/104099821_2545163712411436_1979744531901710287_n.jpg)
দর্শক মেনে নিতে পারেনি হঠাত আসা মর্মান্তিক সত্যিটা। তাপস পাল নেই। ২০ ফেব্রুয়ারী ৬১ বছর বয়সে চলে গেলেন কেদার। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/84620101_2551962741731533_814850669730775125_n.jpg)
হয়তো এই নিঠুর সত্যি আস্তে আস্তে মেনে নিতেন সকলে। কিন্তু সুশান্তের চলে যাওয়াটা বোধহয় সবটা ওলোট পালোট করে দিল। নন্দিনী-তাপসের রিসেপশনে মুনমুন সেন ও শ্রত্রুঘ্ন সিনহা। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/104771810_2551350131792794_6285154177255170474_n.jpg)
নিজের সোশাল মিডিয়ায় ওয়ালে একের পর এক ছবি পোস্ট করে চলেছেন স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/104861022_2545818549012619_6507249398762349878_o.jpg)
মুম্বইয়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাপস পাল। সেখানেই প্রয়াত হন অভিনেতা। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/104971024_2550688038525670_4997366281157944980_n.jpg)
পরে তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়েছিল। হাসপাতালের বিরুদ্ধে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন স্ত্রী। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/105493028_2550688131858994_231311886262905617_n.jpg)
মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’। বক্স অফিসে প্রবলভাবে সফল সেই ছবি রাতারাতি সুপারস্টার করে দেয় তাঁকে। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/105704964_2551962625064878_8055033231378618591_n.jpg)
‘সাহেব’, ‘ভালবাসা ভালবাসা’, ‘গুরুদক্ষিণা’, ‘মায়া মমতা’, ‘সুরের ভুবনে’, ‘সমাপ্তি’, ‘উত্তরা’, ইত্যাদি ছবি তাঁকে তুলে দেয় জনপ্রিয়তার শীর্ষে। ‘সাহেব’ ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/tapas-1.jpg)
এছাড়াও বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের প্রথম ছবি ‘অবোধ’-এ তাঁর নায়ক ছিলেন তাপস। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/105884924_2551349495126191_8930171255478129643_n.jpg)
রিল লাইফে তাঁর চোখা চোখা সংলাপে দর্শকদের হাততালিতে হল কাঁপত। আর রিয়েল লাইফে তাঁর একটা সংলাপেই রাতারাতি বিতর্কের শীর্ষে পৌঁছে গিয়েছিলেন বাংলা সিনেমার একসময়ের সুপারস্টার তথা বঙ্গ রাজনীতির অন্যতম তারকা মুখ তাপস পাল।ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/106129294_2548910565370084_295991642788748629_o.jpg)
২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে কৃষ্ণনগর থেকে লোকসভার সাংসদ হয়েছিলেন তাপস পাল। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ার বেশিদূর এগোয়নি। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/106346636_2551962691731538_6941806375270647638_n.jpg)
২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কান্ডে নাম জড়ায় অভিনেতার। এর পরেই আসে পুলিশের হাতে গ্রেফতারি, তারপর ভুবনেশ্বরে হাজতবাস। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/106508685_2551350518459422_3297505759256862428_n.jpg)
স্মৃতির সরণী বেয়ে যেন পুরনো দিনের কথা বেশিই মনে পড়ছে নন্দিনীর। ক্ষতি যে অপূরণীয়। ফোটো- নন্দিনী পালের ফেসবুক সৌজন্যে
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us