
বাঙালির খাবারের ওপর নির্ভেজাল দুর্বলতা রয়েছে। তার প্রভাব যে ছবিতে আসবে সেটা স্বাভাবিক। কখনও ফুড ফ্যান্টাসি নিয়ে ছবি তো কখনও খাবারের নামে ছবির নাম কিছুই বাদ নেই। এবারে আসরে আসছে নতুন ছবি 'থাই কারি'। নতুন পরিচালক অঙ্কিত আদিত্য তৈরি করছে এই ছবি।

ছবিতে অভিনয় করেছেন সোহম, হিরণ, রুদ্রনীল, তনুশ্রী এবং টেলিভিশনের জনপ্রিয় মুখ তৃণা সাহা। কমেডি ঘরানার এই ছবি প্রযোজনা করছে গ্রিন টাচ প্রোডাকশন।

এদিন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে ছবির আড্ডায় ছিলেন হিরণ। ছবিতে তাঁর চরিত্রের নাম স্যাম।

এই ছবি দিয়ে টলিউডে অভিষেক ঘটছে তৃণার। ‘খোকাবাবু’ ছবির জন্যই ছোটপর্দায় জনপ্রিয় হয়েছেন তিনি।

এই নিয়ে তিন নম্বর ছবিতে একসঙ্গে কাজ করছেন হিরণ ও সোহম। প্রত্যেকটা ছবির শুটিংও হয়েছে ব্যাঙ্ককে, জানালেন হিরণ।

প্রথমবার হিরণের সঙ্গে কাজ করছেন রুদ্রনীল। তবে তৃণা কিন্তু রুডিকে নিজের মেন্টর বলেই পরিচয় করায়।

ছবির প্রমোশনে এসে দেদার ফোটোশুটও করলেন রুদ্র ও হিরণ।

তিনবন্ধু স্যাম, অয়ন ও নীতিন কর্মসূত্রে থাইল্যান্ডে থাকে। স্যাম একটি রিয়েল এস্টেট এজেন্সির মালিক, অয়ন হোটেলের শেফ, আর নীতিন শহরে ঘটা নানা ঘটনার সঙ্গে জড়িত। এদের জীবনের মজাদার কাহিনি নিয়ে ছবি এগোবে।