ভার্চুয়ালি রাখী বন্ধন উতত্সব সেরে নিলেন কুনাল কেমু। কৃষ্ণা কেমু তাঁকে রাখী পাঠিয়ে দিয়েছেন কুরিয়ার করে। অভিনেতা জানিয়েছেন এরকম ভাবে রাখী পালন তাঁর প্রথমবার।
অভিনেতা সনু সুদ তাঁর ছোট বেলাকার দিদি বোনের সঙ্গে কাটানো রাখী বন্ধন উত্্সবের মুহূর্ত সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন। সেই ছবির সঙ্গে দিদি ও বোন মনা এবং গুন্নুকে রাখীরব শুভেচ্ছা জানিয়েছেন সনু।
সোহা আলি খান একটি ছোট বেলাকার ছবি শেয়ার করে জানিয়েছেন, সবচেয়ে কুলেস্ট দাদা তুমি। সঙ্গে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সোহা।
প্রিয়াঙ্কা তাঁর বিয়ের ছবি পোস্ট করে ভাইদের জানিয়েছেন, "রাখী বন্ধনের শুভেচ্ছা সবাইকে এবং আমার ভাইদেরকেও শুভেচ্ছা। আমি সবসময় এই বিশেষ উৎসব কে ভালবাসি। ভাই বোনদের মধ্যে বন্ধন দৃঢ় করে রাখী। আমি খুবই সৌভাগ্যবান যে এই সব চমৎকার, সংবেদনশীল, সহায়ক মানুষগুলোকে আমার পাশে পাই। আমি তোমাদের সবাইকে অনেক মিস করছি। প্রচুর ভালোবাসা এবং আলিঙ্গন পাঠালাম। ওহ...পুরোনো হিসেবে উপহারের জন্য অপেক্ষায় রইলাম ????"
অমিতাভ বচ্চন তার ছেলে মেয়ের ছবি পোস্ট করে জানিয়েছেন, ভাই দ্বারা বোনের সুরক্ষা এবং নিরাপত্তা উৎসব হবে। বোনের পাশে থাকার অঙ্গীকার, বিপদের সময়ে তার হাত ধরে রাখা, তাকে সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা এবং তাকে জানানো যে সে যাই হোক না কেন সে তার পাশে থাকবে।
রাখী বন্ধন : রক্ষার জন্য 'রক্ষা'; 'বন্ধন' একসঙ্গে ধরে রাখার বন্ধন
আমাদের সমাজে শতাব্দী প্রাচীন ঐতিহ্য আছে যা আমাদের সবাইকে মূল্যবান করে তোলে .. আচরণগত বিশ্বাসের সারমর্ম .. এমন বিশ্বাস যা কখনও বিশ্বাসঘাতকতায় দ্রবীভূত করা যাবে না .. যা পাথরের উপর লেখা চিরদিনের জন্য..
মজার ছবি পোস্ট করে নিমরাত কর লিখেছেন,
আমার একমাত্র প্রিয় ল্যাব ????
সবকিছুর জন্য সবসময় জেগে থাকার জন্য ধন্যবাদ... বিশেষ করে সব সময় আপনার আমার থেকে সুরক্ষা রইল! ???????? ♀️????
আমি তোমাকে ভালবাসি শিশু বানর! ♥️???? ♀️
#CanttGirls???? ♂️
#HappyRakshabandhan????
#BabySistersAreTheBest
#AlsoBestExperiments
#AllMine????
রাখী বন্ধনে নস্টালজিয়ায় সুনীল সেট্টি
সুশান্তের হাত রাখী পরিয়ে দিচ্ছেন চার বোন। শ্বেতা সিং কৃতী ছবিটি পোস্ট করে জানিয়েছেন, “শুভ রাখী বন্ধন, আমার মিষ্টি বেবি… খুব ভালোবাসি আমরা তোমায় জান। আর সারাজীবন ভালোবেসে যাবো। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তুমি আমাদের গর্ব!
সেফ করিনার ছেলে আর সোহার মেয়ে, রাখীর দিন দুজনের বন্ধুত্বের ছবি শেয়ার করেছেন সোহা আলি খান।
সারা আলি খান মা সহ ভাইয়ের সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তিনি জানিয়েছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা।