৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন বিখ্যাত অভিনেতা আশিস বিদ্যার্থী। তবে, আশিসের আগে বলিউডে এমন অভিনেতা রয়েছেন যাঁরা প্রেমে পড়েছিলেন এবং ৫০ বছর বয়স পেরিয়ে গাঁটছড়া বাঁধেন।৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা আশিস বিদ্যার্থী।৩৩ বছর বয়সী রূপালী বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আশিসপ্রবীণ অভিনেত্রী সুহাসিনী মুল্যে, যিনি টিভি থেকে চলচ্চিত্রে তাঁর অভিনয় দিয়ে পার্থক্য তৈরি করেছিলেন, ৬০ বছর বয়সে বিয়ে করেছিলেন।সুহাসিনীর স্বামীর নাম অতুল গুর্তু। অতুল একজন পদার্থবিজ্ঞানী।অভিনেতা মিলিন্দ সোমনে ২০১৮ সালে ৫৩ বছর বয়সে বিয়ে করেছিলেন।মিলিন্দ তার থেকে ২০ বছরের ছোট অঙ্কিতা কুনারের সাথে সাত রাউন্ড করেছিলেনবিখ্যাত ভোজপুরি চলচ্চিত্র অভিনেতা, গায়ক ও রাজনীতিবিদ মনোজ তিওয়ারি ৫০ বছর বয়সে বিয়ে করেন।সুরভী তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মনোজঅভিনেত্রী নীনা গুপ্তাও ৫০ বছর বয়সে আবার বিয়ে করেন।নীনা গুপ্তার দ্বিতীয় স্বামী বিবেক মেহরা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট।৭০ বছর বয়সে তৃতীয়বার বিয়ে করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা কবির বেদি।তিনি ২০১৬ সালে মডেল পারভীন দোসাঞ্জের সাথে পুনরায় বিয়ে করেছিলেন, যিনি তাঁঁর ৩০ বছরের জুনিয়র।তারক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালে মেহতা সাহেবের ভূমিকায় অভিনয় করা অভিনেতা শচীন শ্রফও এই বছরের ২৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার বিয়ে করেছেন।৫০ বছর বয়সে চাঁদনির সঙ্গে গাঁটছড়া বাঁধেন শচীন