
কোভিড প্রোটোকল মেনেই শুরু হল শুটিং। ছবিটা বদলাল টলিপাড়ার।

স্টুডিয়োয় ঢোকার আগেই থার্মাল গান দিয়ে চেকিং, নির্দিষ্ট সময় মেনে স্যানিটাইজ করাও চলছে। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

কলটাইম মেনেই ফ্লোরে এলেন টেকনিশিয়ান ও কলাকুশলীরা। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

ফেস শিল্ড পরেই সেটে রয়েছেন প্রত্যেকে।

শটের পর হাত স্যানিটাইজ করছেন ত্রিনয়নী-র অভিনেতা।

শুধু ফ্লোরেই নয়, কৃষ্ণকলির সেটে মাস্ক পরেই শট দিতে দেখা গেল। ছবি- পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস

টেকনিশিয়ান, ইন্দ্রপুরী, পার্পল, ভারতলক্ষ্মী, এনটি-ওয়ান, সব স্টুডিয়োয় কাজ শুরুর ব্যস্ততা।

দূরত্ব বজায় রেখে কাজ করছেন সকলেই।

শট দেওয়ার ফাঁকেই পরিচ্ছন্নতা বজায় রাখছেন প্রত্যেকে।

সকলের আশা আস্তে আস্তে চেনা ছন্দে ফিরবে বিনোদন জগত।

করোনা মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিয়েছে টলিপাড়া।

নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মেকআপ করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

রানী রাসমনির সেটের দৃশ্যটাও একইরকম।