আবারও এক তারকার বিয়ে। আবারও সোশাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। এ বছর বিয়ের মরশুমে তালিকাটা বেশ লম্বাই। এদিন বিয়ে করলেন টলিউডের অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী। শুভ্রজ্যোতি পালচৌধুরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিনি। ছবি শেয়ার করলেও সোশাল মিডিয়ায়। ফোটো- ফেসবুক
আইবুড়ো ভাত, মেহেন্দি-প্রতিটি অনুষ্ঠানের ছবিও পাওয়া গেল তাঁর সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে। পেশায় ফিটনেস ট্রেনার শুভ্রজ্যোতির সঙ্গে সম্পর্ক বেশ কিছুদিনের। পুজোর আগে তা প্রকাশ্যে আনেন অভিনেত্রী। ফোটো- ফেসবুক
ডিসেম্বরের গোড়ার দিকেই বাগদান সেরে ফেলেছিলেন শুভ্রজিৎ ও দেবপর্ণা। সোশাল মিডিয়ায় ছবি দিয়ে সে কথা স্পষ্ট করেই লিখেছিলেন 'হবু বর'। অবশেষে জানুয়ারিতে ছাঁদনাতলায় বসেছেন দু'জনে। ফোটো- ফেসবুক
শুভ্রজ্যোতির জিমেই নাকি তাঁর সঙ্গে আলাপ দেবপর্ণার। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত। তবে নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপই ছিলেন অভিনেত্রী। বাগদান পর্ব সেরেই প্রকাশ্যে এনেছিলেন খবর। টলিপাড়ার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া এ কথা জানতেন না প্রায় কেউই। ফোটো- ফেসবুক
লাল বেনারসি এবং সোনার গয়নায় সেজেছিলেন দেবপর্ণা। শুভ্রজ্যোতির পরেছিলেন ধুতি-পাঞ্জাবি। ফোটো- ফেসবুক
সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ে করলেন তারা। 'ত্রিনয়নী' -ধারাবাহিকে 'সুধা' চরিত্রে জনপ্রিয় দেবপর্ণা। ফোটো- ফেসবুক