New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/srabonti-feature.jpg)
বিয়ের প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই শুভেচ্ছা বন্যা বইল নবদম্পতির জন্য। ফোটো- শ্রাবন্তীর ইনস্টাগ্রাম সৌজন্যে।
এক্কেবারে পাঞ্জাবী মতে বিয়ে করলেন শ্রাবন্তী। তিনি এখন অফিসিয়ালি রোশন ঘরণী। চণ্ডীগড়ে দুই সপ্তাহ আগেই সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে গায়ে হলুদে কিন্তু বাঙালি লুকেই পাওয়া গেল শ্রাবন্তীকে। তৃতীয় বিয়ে নিয়ে যতই হইচই হোক এটাই প্রথম নিয়ম মেনে বিয়ে নায়িকার। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিয়ের ছবি পোস্ট করেছেন রোশন সিং। শ্রাবন্তীও কম যান না । তারপরেই ছবি শেয়ার করলেন তিনি। খাঁটি পাঞ্জাবী লুকে সালোয়ার পরিহীত শ্রাবন্তী। নিজেই পছন্দ করে তৈরি করিয়েছিলেন এই সালোয়ার সেট। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে চণ্ডীগড়ে রোশনের পৈতৃক বাড়িতেই বিয়ের আসর বসেছিল। কাওকে কানাঘুসো খবর না দিয়েই চন্ডীগড়ের উদ্দেশে রওনা গিয়েছিলেন হবু দম্পতিও। এই বিষয়ে মুখ খোলেননি নারাজ শ্রাবন্তীর পরিবার। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে বিয়ের পরের দিনেই এই ছবিও ভাইরাল সোশ্যালে। রোশন সিং পেশায় একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। পার্কসার্কাসেই নাকি তাঁর বাড়ি। দোলে রোশনরে সঙ্গেই জমিয়ে রঙ খেলেছিলেন অভিনেত্রী। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে বিয়ের পরে চণ্ডীগড়েই রিশেপসনের আয়োজন করা হয়েছিল বলে শোনা গিয়েছে। তপসিয়ার কাছে এক রেস্তরাঁয় আগেই বাগদান সেরে নিয়েছিলেন তারা। সেখানে সিলভার রঙের গাউন পড়েছিলেন শ্রাবন্তী। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে জন্মসূত্রে পাঞ্জাবের বাসিন্দা রোশন সিং ওরফে মন্টি। গায়ে হলুদের সকালে শ্রাবন্তীর পাশাপাশি রোশনকেও দেখা গেল সাদা পাজামা পাঞ্জাবীতে। একেবারে বাঙালিয়ানা ভরপুর ছিল বিয়ের দিনের সকালে। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে শোনা গিয়েছে, জ্যোতিষির কথা মতোই এই খবর কাওকে জানাননি শ্রাবন্তী। তাঁর বিশ্বাস নজর লেগে যায় সবাই জানতে পারলে। প্রসঙ্গত, অতীতে দু'টো বিবাহ বিচ্ছেদ হয়েছে অভিনেত্রীর। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে কেবিন ক্রু সুপারভাইজার ছাড়াও একটি জিম রয়েছে রোশনের। বিয়ের পর আরবানার ফ্ল্যাটে থাকবেন নবদম্পতি। সেখানেই পরিচিতদের জন্য পার্টি দেবেন তারা। শ্রাবন্তীর ছেলের ঝিনুকের অনুমতি পেয়েই বিয়ের জন্য এগিয়েছেন নায়িকা। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে এক পরিচিতের মাধ্যমেই একবছর আগে আলাপ হয় রোশন-শ্রাবন্তীর। তারপরে প্রেম। অবশেষে পরিণতি পেল সেই প্রেম। গাঁটছড়া বাঁধলেন তারা। এর আগে পরিচালক রাজীব বিশ্বাস ও মডেল কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ে করেছিলেন নায়িকা। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তা দিতে থাকে রোশন-শ্রাবন্তীকে। অভিনেতা অঙ্কুশ তো রোশনের চেহারার প্রশংসাও করেছেন। ফোটো- সোশ্যাল মিডিয়া সৌজন্যে