New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/05/tuhina-das.jpg)
প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তুহিনা দাস (Tuhina Das)। অপর্ণা সেনের মতো পরিচালকের ছবি দিয়ে টলিউডে পা রেখেছেন। টলিউডে তাঁকে সকলে চিনতে শুরু করে 'ঘরে বাইরে আজ' ছবির বৃন্দার চরিত্রের মাধ্যমেই। অপর্ণা পরিচালিত সেই ছবিতেই যিশু সেনগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করে নজর কাড়েন তুহিনা। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। একটার পর একটা কাজ করেছেন। হইচই-তে ২টি ওয়েব সিরিজও করে ফেলেছেন ইতিমধ্যে। মহিলা গোয়েন্দা দময়ন্তীর চরিত্রে সেখানেও দর্শকদের নজর কাড়েন। টলিউডের সেই অভিনেত্রীই কিনা এবার বলিউডে পা রাখতে চলেছেন। তা কোন ছবিতে দেখা যাবে তুহিনাকে? ছবি নয়, আসলে ওয়েব সিরিজ দিয়েই মুম্বইয়ের বিনোদন ইন্ডাস্ট্রিতে পাড়ি দিতে চলেছেন তুহিনা। নেপথ্যে, একতা কাপুর। সম্প্রতি একতা কাপুরের অল্ট বালাজির ওয়েব সিরিজ 'হ্যায় তউবা'র জন্য
চুক্তিবদ্ধ হয়েছেন।তুহিনার ফ্যাশন স্টেটমেন্টেরও জুড়ি মেলা ভার। ইতিমধ্যেই তাঁর গ্রীষ্মকালীন পোশাকের সম্ভার দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। অনুরাগীদের কথায়, তুহিনা দাসের ফ্যাশন স্টেটমেন্ট টলিউডের প্রথম সারির যে কোনও অভিনেত্রীকে টেক্কা দেবে।