সিনেমা-টিনেমা Photos অরূপ বিশ্বাসের অন্যরকম ভাইফোঁটা, বৃদ্ধাশ্রমের দিদাদের সঙ্গেই যোগ দিলেন টলি-নায়িকারা টলিপাড়ার ভাইফোঁটা, দেখুন ছবিতে Written by Anurupa Chakraborty টলিপাড়ার ভাইফোঁটা, দেখুন ছবিতে Anurupa Chakraborty 15 Nov 2023 16:30 IST Follow Us New Update প্রতিবছরের মত এবারও আয়োজন করা হল অন্যরকম ভাইফোঁটার।বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের তত্বাবধানেই হল এই বিশেষ ভাইফোঁটা।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ বৃদ্ধাশ্রমের দিদাদের সঙ্গেই এদিন উপস্থিত থাকেন টলি নায়িকারাও।এবারও ব্যতিক্রম না।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ নায়িকাদের মধ্যে উপস্থিত ছিলেন নুসরত জাহান, সায়নী ঘোষ, সৌমিতৃষা, রনিতা, ঐন্দ্রিলা।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ প্রতিবার যেন তাঁরা অপেক্ষা করে থাকেন।এমনটাই বললেন নায়িকারা।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ নুসরত বললেন, নতুন করে কিছু বলার নেই।আমি এখানে এসেই একটা আলাদা করে শক্তি পেলাম।সারাবছরের জন্য চার্জ হয়ে যাই।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ ফোঁটা দিলেন ঐন্দ্রিলা নিজেও।পরনে সবুজ রঙের পোশাক, দাদাদের মঙ্গল-কামনা করলেন অভিনেত্রী।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ ছিলেন সকলের প্রিয় বাহা রনিতা দাস।মন্ত্র পড়ে তিনিও ভাইফোঁটা দিলেন।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ এছাড়া ছিলেন মিঠাই সৌমিতৃষা।অভিনেত্রী নিজের তালে মত্ত।দাদা অরূপকে ফোঁটা দেওয়ার পর, হাসিখুশি সৌমি নজর কাড়লেন।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ অন্যদিকে, সায়নী ঘোষ।বললেন, আজকে খাওয়াদাওয়া হবে।তবে দিদাদের খাওয়াদাওয়া আজকে গুরুত্বপূর্ণ। ওরা খেলেই আমাদের পেট-ভর্তি।এক্সপ্রেস ফটো-শশী ঘোষ tollywood Entertainment News Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন