New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/tollywood-dipaboli-759.jpg)
দীপাবলি উদযাপনে মাতলেন মিমি, নুসরত, শুভশ্রী, শ্রাবন্তীরা। ফোটো- ইনস্টাগ্রাম
দীপবলির উদযাপনে ভাসলেন মিমি চক্রবর্তী। তাঁর দুই চারপেয়ে সন্তানদের সঙ্গে আলোর উৎসবে মাতলেন। বার্তা দিলেন শব্দ বাজি না ফাটানোর। প্রদীপ জ্বালিয়ে, সেজেগুজে আনন্দ করলেন সাংসদ- অভিনেত্রী। ফোটো- ইনস্টাগ্রাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। উৎসবও (প্রসেনজিতের বাড়ি) সাজিয়েছেন যন্ত করে। এদিন কালো পাঞ্জাবি পড়ে খোশমেজাজে পুজো উদ্বোধনও সারলেন ইন্ডাস্ট্রি। ফোটো- ইনস্টাগ্রাম পুজোর জোগাড়ে হাত লাগিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাড়ি সাজিয়ে, রাজের সঙ্গে ছবি তুলতেও ভুললেন না অভিনেত্রী। ফোটো- ইনস্টাগ্রাম নিখিল জৈনের সঙ্গে বিয়ের পর প্রথম দীপাবলি কাটালেন নুসরত জাহান। ম্যাচ করে জামাকাপড়ও পড়তে দেখা গেল দম্পতিকে। সোশাল মিডিয়ায় দীপাবলির বার্তাও দিলেন ফ্যানেদের। ফোটো- ইনস্টাগ্রাম তবে রোশন সিংয়ের সঙ্গে নয় একাই নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফোটো- ইনস্টাগ্রাম ছেলের সঙ্গে প্রথম দীপাবলি কাটালেন দ্বৈপায়ন ও পায়েল। ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। ফোটো- ফেসবুক শব্দ বাজিতে পশুদের কষ্টের কথা স্মরণ করিয়ে শুধুমাত্র আলোর বাজি ফাটানোর অনুরোধ করলেন অভিনেত্রী পার্নো মিত্র। ফোটো- ইনস্টাগ্রাম বিক্রম চট্টোপাধ্যায় ও অনীকের সঙ্গে দীপাবলির আনন্দে মাতলেন অঙ্কুশ। ফোটো- ইনস্টাগ্রাম বাড়িতেই কালীপুজো করলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও স্ত্রী সৃজা। ফোটো- ইনস্টাগ্রাম নিজের দুই পোষ্যকে নিয়ে আনন্দে মাতলেন মিমি চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম আরবানায় নিজের বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি শুরু করলেন রাজ-শুভশ্রী। ছবিও তুললেন দুজনে। ফোটো- ইনস্টাগ্রাম প্রদীপের থালা হাতে নিয়ে ছবি তুললেন ঋতাভরী। ফোটো- ইনস্টাগ্রাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো ফোটোশুট করলেন সেজেগুজে। ফোটো- ইনস্টাগ্রাম গৌরব-ঋদ্ধিমাও দীপাবলিতে ঘরোয়া আনন্দে মাতলেন। ফোটো- ইনস্টাগ্রাম কালী বিগ্রহের সঙ্গে ছবি তুললেন সোহিনী। ফোটো- ইনস্টাগ্রাম