-
সময়ের সঙ্গে অনেকটাই বদলে গিয়েছে তারকাদের মুখের আদল। কেউ বদলাননি তো কাওকে চেনাই মুশকিল। মাতৃদিবসে মায়ে সঙ্গে ছোটবেলার সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। ফোটো- ইনস্টাগ্রাম
-
ছবির ক্যাপশনে যিশু লিখেছিলেন, 'মিস ইউ মামমাম।' বাংলা থেকে বলিউড হয়ে সুদূর দক্ষিণে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেতা। ছোটবেলার ছবি দেখে তাঁকে চেনার উপায় নেই। ফোটো- ইনস্টাগ্রাম
সম্প্রতি নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ছোটবেলার ছবি। মায়ের কোল আগলে রেখেছে এই অভিনেত্রীকে। চেনা যাচ্ছে ইনি কে! ফোটো- ইনস্টাগ্রাম -
ঠিকই আন্দাজ করেছেন, তিনি অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম
-
খুব ছোটবেলা থেকেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি। তাই একঝলক দেখলেও চিনতে ভুল হবে না ছোট্ট বুম্বাকে। ফোটো- টুইটার
-
স্মৃতি রোমন্থনে বোন ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্য়্যায় লিখলেন, “জীবনযুদ্ধে প্রথম নামার সময় যাঁর সস্নেহ হাতদুটো আমার সঙ্গে ছিল।” ফোটো- ইনস্টাগ্রাম
-
কিছুদিন আগেই সরস্বতী পুজোয় তোলা ছোটবেলার ছবি পোস্ট করেছিলেন কোয়েল মল্লিক। সম্প্রতি মা হয়েছেন টলিকুইন। ফোটো- ইনস্টাগ্রাম
-
ছোটবেলার মিষ্টি ছবি পোস্ট করে সোশালে এখন ট্রেন্ডিং তারকারা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে অবশ্য একঝলকে চেনা যায়নি। পরে নিজেই কমেন্টে জানিয়েছেন, পোস্ট করা বাচ্চার ছবিটা তাঁরই। ফোটো- ইনস্টাগ্রাম
-
লকডাউনের প্রথম দিকে ফুচকা খাওয়ার ছবি শেয়ার করেছিলেন নায়িকা। কিন্তু তখনও প্রকাশ্যে আসেনি সুখবর। ফোটো- শুভশ্রীর ইনস্টাগ্রাম
-
সময় কাটাতে এবার নস্ট্যালজিয়ায় গা ভাসিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ফোটো- ইনস্টাগ্রাম
-
শৈশবের ছবি পোস্ট করে নুসরত বলেছেন, ''তোমার মার খেয়েছি বলেই মানুষ হতে পেরেছি।'' ছবিতে মায়ের সঙ্গে ছোট্ট নুসরত। ফোটো- ইনস্টাগ্রাম
ছোটবেলার ছবিতে তাঁর 'বনুয়া' মিমি কমেন্ট করলে তিনি বলেন, ''কী মার মেরেছে রে, অশেষ কৃপা, এটাই আমায় আজকের আমি তৈরি করেছে।'' ফোটো- ইনস্টাগ্রাম -
একটু লক্ষ্য করলেই চোখ আর হাসি বলে দেবে তিনি ঋতুপর্ণা সেনগুপ্ত। ফোটো- ইনস্টাগ্রাম
-
একই রকম রয়েছেন সুপারস্টার দেবও। ব্যক্তিত্ব বরাবরই নজরকাড়া। ফোটো- ইনস্টাগ্রাম
-
দিদির সঙ্গে নাচে মগ্ন খুদে। চিনতে পারছেন টলিউডের এই নায়িকাকে? ফোটো- ইনস্টাগ্রাম
-
ছোটবেলায় বাংলা সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে। ফোটো- ইনস্টাগ্রাম
-
টলিপাড়ার মিষ্টি নায়িকা তিনি। খুব শিগগিড়ি আবারও তাঁকে দেখা যাবে প্রসেনজিতের সঙ্গে নতুন ছবি কাবেবীর অন্তার্ধান-এ। ফোটো- ইনস্টাগ্রাম
তাঁর হাসি দেখে নিশ্চয়ই ধরে ফেলেছেন, তিনি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ফোটো- ইনস্টাগ্রাম
