/indian-express-bangla/media/media_files/2024/12/22/PJO0mYVa32O3vxhPD613.jpg)
দর্শকের দরবারে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজের বিপুল জনপ্রিয়তা। সম্প্রতি নেটফ্লিক্স একটি তালিকা প্রকাশ করেছে যেখানে রয়েছে পাকিস্তানিরা চলতি সপ্তাহে কোন ১০ টি সিনেমা সবচেয়ে বেশি দেখেছেন। সেই লিস্টে রয়েছে তিনটি ভারতীয় ছবি। শেষ থেকে শুরু করলে কেমন হয়? এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ১০-এর তালিকা।