/indian-express-bangla/media/media_files/2024/12/22/PJO0mYVa32O3vxhPD613.jpg)
দর্শকের দরবারে নেটফ্লিক্সে সিনেমা-সিরিজের বিপুল জনপ্রিয়তা। সম্প্রতি নেটফ্লিক্স একটি তালিকা প্রকাশ করেছে যেখানে রয়েছে পাকিস্তানিরা চলতি সপ্তাহে কোন ১০ টি সিনেমা সবচেয়ে বেশি দেখেছেন। সেই লিস্টে রয়েছে তিনটি ভারতীয় ছবি। শেষ থেকে শুরু করলে কেমন হয়? এক নজরে দেখে নেওয়া যাক প্রথম ১০-এর তালিকা।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/WJf5zvD4zc8KxxvfmvCZ.jpg)
দ্যা চিল্ডরেনস ট্রেন
চলতি সপ্তাহে পাক দর্শকের দেখা নেটফ্লিক্সের ১০ টি সিনেমার মধ্যে অন্যতম ভারতীয় ছবি 'দ্যা চিল্ডরেনস ট্রেন'। গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। পছন্দের ছবির দশম স্থানে রয়েছে 'দ্যা চিল্ডরেনস ট্রেন'।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/PhY2tEmOtvPh7XaKFEby.jpg)
দ্যা ক্রিসমাস
ব্রিটিস অ্যানিমেটেড কমেডি ফিল্ম 'দ্যা ক্রিসমাস'। নেটফ্লিক্সে পাক দর্শকের দেখা সর্বোচ্চ ১০টির ছবির তালিকায় নবমে রয়েছে এটি।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/3H6Ekl6LO2ufI6BDTaGh.jpg)
দেবেরা পার্ট ১
চলতি সপ্তাহে নেটফ্লিক্সে দেখা পাকিস্তানিদের পছন্দের সিনেমার তালিকায় অষ্টমে রয়েছে 'দেবেরা পার্ট ১'।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/9uWj31pFaX9joOsZEXO9.jpg)
ম্যারি
চলতি সপ্তাহে পাক দর্শকের পছন্দের নেটফ্লিক্স মুভির তালিকার সপ্তমে রয়েছে 'ম্যারি'। ৬ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটি।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/W2nJ0IxwXYZFzipUT7Ha.jpg)
আমরণ
তামিল অ্যাকশন মুভি 'আমরণ' উঠে এসেছে নেটফ্লিক্স লিস্টের ষষ্ঠ স্থানে।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/ZC8OA0LawkDCW940kojd.jpg)
সিকন্দর কা মুকাদ্দর
পাক দর্শকের মনে ধরেছে ভারতীয় ছবি 'সিকন্দর কা মুকাদ্দর'। চলতি সপ্তাহে পছন্দের তালিকার পঞ্চমে রয়েছে ছবিটি।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/2ZRAFLZNB2sqTNifgC5z.jpg)
ক্যারি-অন
চলতি সপ্তাহে সর্বোচ্চ দেখা নেটফ্লিক্স মুভির তালিকার চতুর্থে রয়েছে 'ক্যারি-অন'। পাক দর্শকের মন ছুঁয়েছে এই আমেরিকান অ্যাকশন মুভি।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/ANYzfD2xPbA7i29MbCwh.jpg)
লাকি ভাস্কর
ভারতের বাইরে পাকিস্তানেও জয়জয়কার 'লাকি ভাস্কর'-র। চলতি সপ্তাহে সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় ছবি 'লাকি ভাস্কর'। বক্স অফিসে ১০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/V5uKSO1XshOfABRuTqsJ.jpg)
জিগরা
পাকস্তানে দেখা চলতি সপ্তাহে নেটফ্লিক্সের সেরা ১০-এর তালিকায় রয়েছে আলিয়া ভাটের 'জিগরা'।
/indian-express-bangla/media/media_files/2024/12/22/TtOYlJyvuNLvtMrgIzNV.jpg)
ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও
নেটফ্লিক্সের প্রকাশিত তালিকা অনুযায়ী চলতি সপ্তাহে পাক দর্শকের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে 'ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও'। রাজকুমার রাও-তৃপ্তি দিমরির কমেডিতে বুঁদ পাকিস্তান।