New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/07/sap-2025-07-07-18-58-34.jpg)
Krushal Ahuja playing with snake: বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা দিব্যজ্যোতি দত্ত সাপ গলায় নিয়ে অবলীলায় ঘুরে বেড়ান। এই সেই তালকার নয়া সংযোজন বাংলা ধারাবাহিকের আরও এক অভিনেতা। কে তিনি? v
বাংলা ছবির জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা দিব্যজ্যোতি দত্ত দুজনেই সর্পপ্রেমী। গলায় সাপ নিয়ে তাঁরা অবলীলায় ঘুরে বেড়ান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। এবার সেই তালিকার নয়া সংযোজন আরও এক অভিনেতা। মুম্বই নিবাসী হলেও, বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। কে তিনি?
এই মুহূর্তে হিন্দি মেগায় অভিনয় করছেন। তবে বাংলা ধারাবাহিকেও একটা সময় কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন। শুটিংয়ের ফাঁকে সুযোগ পেয়েই উড়ে গিয়েছেন থাইল্যান্ড। আর সেখানে বিশালাকার সাপ গলায় জড়িয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি নান আদার দ্যান 'কী করে বলব তোমায়' খ্যাত অভিনেতা ক্রুশল আহুজা।
থাইল্যান্ডের একটি ক্লাবে সময় কাটাচ্ছিলেন ক্রুশল। সেখানেই গলায় অজগর প্রজাতির সাপ ঝুলিয়ে হাসি মুখে ক্যামেরায় নানান ভঙ্গিমায় পোজ দিয়েছেন। সই সময় বেশ কয়েকবার ক্রুশলের গালে চুমুও খেয়েছে সাপটি। অভিনেতা যে সেই মুহূর্তটা এনজয় করেছেন সেই ছাপ চোখে-মুখেই স্পষ্ট।
ভিডিও পোস্ট করে আবার অভিনেতা লিখেছেন, 'আমি জানি সাপেদের কী ভাবে সামলাতে হয়।' কমেন্ট বক্সে সানি সচদেব মজা করে লিখেছেন, 'সাপ তোমাকে লাভ বাইট দেয়নি?' এছাড়াও মন্তব্য বাক্সে জমা পড়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এই মুহূর্তে ঝনক ধারাবাহিকে অভিনয় করছেন ক্রুশল আহুজা। আর সেই হিন্দি মেগায় যোগ দিয়েছেন বাঙালি কন্যা মিশমি দাস। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কাজের সময়ই ঝনকে সুযোগ পান।