অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর বাবা তথা সিপিএময়ের প্রথম সারির নেতা শ্যামল চক্রবর্তী বৃহস্পতিবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্যামলবাবু করোনা আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ নেতা।
ক্রমশ তাঁর অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল বাম শ্রমিক সংগঠনের (সিটু) এই নেতাকে।
বাবার করোনা হওয়ায় বেশ কিছু দিন কোরেন্টাইনে ছিলেন অভিনেত্রী ঊষসী। এসময় তিনি জনপ্রিয় বাংলা ধারাবাহিক শ্রীময়ীর শুটিংও বন্ধ রেখেছিলেন।
মায়ের কোলে ছোট্ট ঊষসী। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন বাবা শ্যামল চক্রবর্তী।
ছোটবেলাতেই মাকে হারিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই বাবাই তার জীবনে একমাত্র সঙ্গী ছিল। সম্প্রতি ঊষসী জানিয়েছিল, বাবা সুস্থ হলেই পিএইচডি পেপার জমা করবেন অভিনেত্রী।
জানা যায়, সামান্য একটা ইএনটির অপারেশনেই বছর পাঁচেক বয়সেই মাকে হারিয়েছিল ঊষসী।