-
বীরে দি ওয়েডিংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সোনম কাপুর, করিনা কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। বুধবার সোনম কাপুরের সঙ্গে স্ক্রিনিংয়ে এলেন আনন্দ আহুজাও। ফোটো- বারিন্দার চাওলা
-
সোনম কাপুরের সঙ্গে আনন্দ আহুজার বিয়ে হয় ৮মে। আর তার পরেই সোনমের ছবি বীরে দি ওয়েডিংয়ের মুক্তি। সেই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সোনমের সঙ্গে আনন্দ থাকবে না তাও কী হয়! ফোটো- বারিন্দার চাওলা
-
ছবির অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্কর দারুণ এক তথ্য ফাঁস করলেন এদিন। তিনি যাতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সে জন্য নাকি বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছিলেন সোনম।ফোটো- বারিন্দার চাওলা
-
সোনমের বারা অনিল কাপুরও এসেছিলেন ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। ১ জুলাই মুক্তি পাচ্ছে হর্ষবর্ধন কাপুরের ছবি ভবেশ যোশীও। ফোটো- বারিন্দার চাওলা
-
বনি কাপুরের সঙ্গে ধড়ক ছবির অভিনেত্রী জাহ্নবী কাপুরও এসেছিলেন দিদির ছবির স্ক্রিনিংয়ে। সঙ্গে ছিলেন তাঁর বাবা, বিশিষ্ট প্রযোজক বনি কাপুরও। ফোটো- বারিন্দার চাওলা
-
শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও এসেছিলেন বীরে দি ওয়েডিংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে। ফোটো- বারিন্দার চাওলা
-
নিউইয়র্ক থেকে ফিরেই ছবি দেখতে এসেছিলেন করণ জোহর। ফোটো- বারিন্দার চাওলা
-
বীরে দি ওয়েডিংয়ের অভিনেত্রী শিখা তালসানিয়াও পোজ দিলেন ক্যামেরার সামনে। ফোটো- বারিন্দার চাওলা
-
রেস থ্রিয়ের রিলিজ ১৫ জুন, তার আগে বীরে দি ওয়েডিংয় দেখতে হাজির অভিনেত্রী ডেজি শা। ফোটো- বারিন্দার চাওলা
-
ওমরতা অভিনেতা রাজকুমার রাও এসেছিলেন সোনমের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে। ফোটো- বারিন্দার চাওলা
Veere Di Wedding screening: সোনম কাপুর ও তার বীরেদের নিয়ে উচ্ছসিত আনন্দ আহুজা
বীরে দি ওয়েডিংয়ের স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির সোনম কাপুর, করিনা কাপুর, স্বরা ভাস্কর এবং শিখা তালসানিয়া। বুধবার সোনম কাপুরের সঙ্গে স্ক্রিনিংয়ে এলেন আনন্দ আহুজাও। এক্সপ্রেস ফোটো: বারিন্দর চাওলা
Web Title: Veere di wedding screening