আগে থেকেই ঠিক ছিল বিয়ের দিন। করোনা লকডাউন বাধা হয়ে দাঁড়ানোয় বিয়ে নিয়ে চিন্তায় পড়েছিল সুদীপা চ্যাটার্জির পরিবার। অবশেষে স্বাস্থ্য বিধি মেনে শ্রাবণের শুভ দিনে পরিবারের সদস্যদের মাঝেই সম্পন্ন হল বিবাহ।
অগ্নিদেব চ্যাটার্জি আর সুদীপার ভাগ্নির ডাকনাম 'পুপাই'। তাঁরই বিয়ে। পার্ক হোটেলে অনুষ্ঠিত হল এই বিয়ে। তবে এই বিয়ের অনুষ্ঠানের ছবিতেই তাঁর ভাবি পুত্রবধূকে কে হচ্ছেন সেই ইঙ্গিত দিলেন সুদীপা।
গায়ে হলুদের পর্ব। ভাগ্নিকে সঙ্গে নিয়ে সুদীপা।
গায়ে হলুদের আগে দুই ভাই বোন।
ছবিতে ভাই-বোনেরা একসঙ্গে। রয়েছেন সুদীপা-অগ্নিদেবের বড় ছেলে আকাশ চ্যাটার্জিও।
হাতে মাস্ক রয়েছে সুদীপার। কাজেই স্বাস্থ্যবিধি মেনেই যে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তা বোঝাই যাচ্ছে। সুদীপা জানিয়েছেন, এঁরা তাঁর দুই জামাইবাবু।
বিয়ের সকালে মাথায় ঘোমটা দিয়ে বড় ননদের সঙ্গে সুদীপা।
ছাদনা তলায় ভাগ্নি।
সুদীপা-অগ্নিদেবের ভাগ্নির বিয়ে সম্পন্ন হয়েছে। এই ছবিতে শ্বশুড়বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন সুদীপা।
আকাশ চ্যাটার্জির হবু বউ। সুদীপা নিজেই ইঙ্গিত দিয়েছেন, পরবর্তী বিয়ে হিন্দোলা ও আকাশের।
সুদীপা চ্যাটার্জির বড় ননদ।
বিয়ের দিনে সাদা শাড়ি, মাথায় খোঁপা, লাল বড় টিপ, আর গা ভর্তি সোনার গয়নায় অপরূপ সুন্দর লাগছে সুদীপাকে।
গোটা বিয়েতে হবু শাশুড়ি-বৌমার সেলফিই হিট।
'হবু বৌমা'র সঙ্গে বিয়ের দিন।
সুদীপা চ্যাটার্জির শাশুড়ি।
বিয়ের দিন দুই বৌমার সঙ্গে সুদীপা।
বৌভাতের দিন বৌমার সঙ্গে সেলফি। বলাই যায়, বন্ধুসুলভ সম্পর্ক বৌমা-শাশুড়ির।
এই ছবিটি শেয়ার করে সুদীপা চ্যাটার্জি আশীর্বাদ করেছেন ছেলে ও হবু বউমাকে। তিনি বলেছেন, এরকমই থেকো দু'জনে।
দুই ভাই, দুই বউ ( একজন হবু)। এমনই ক্যাপশনে ছবি পোস্ট করেছেন সুদীপা।
বৌভাতের সাজে অন্য লুকে ধরা দিয়েছিলেন 'রান্নাঘরে'র সঞ্চালক। পরনে বেগুনী শাড়ি, গায়ে গয়না, তবে এবার চুলটা ছিল খোলা।
আমার ছোট্ট পুপাই...তবে,আর বলব না-“পুপাই পড়তে বোস।”???? এমনই এক ক্যাপশনে ছবিটি শেয়ার করেছেন সুদীপা।
বিয়েতে আড্ডায় মেতেছিলেন বিপিন ভোরা (জামাইবাবু) ও অগ্নিদেব চ্যাটার্জি।