সাত পাকে কাঞ্চন-শ্রীময়ী
চলতি বছরে চর্চিত বিয়ের মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের শুভ পরিণয়। হাঁটুর বয়সী শ্রীময়ীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক। অসমবয়সী এই বিয়ের জন্য কটাক্ষও ধেয়ে এসেছে তাঁদের দিকে। তবে সব বিতর্ক উড়িয়ে একমাত্র মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন নবদম্পতি। গত ভ্যালেন্টাইনসে সকলকে চমকে আইনি বিয়ে সেরেছিলেন শ্রীময়ী-কাঞ্চন। সামাজিক বিয়ে নিয়ে যখন কানাঘুষো চলছে তার মাঝেই হঠাৎ সাত পাক ঘুরে ফেলেন। তারপর রিসেপশন। সাংবাদিক, গাড়ির চালক, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে বিয়ে মিটতেই শুরু হয় চরম বিতর্ক।
দিদিয়া-উচ্ছেবাবুর বন্ধন
চলতি বছরে আরও একটি বিয়েকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসা ছিল একেবারে চোখে পড়ার মতো। মিঠাই ধারাবাহিকের দিদিয়ার সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছেন আদৃত। গত ৯ মে স্বামী-স্ত্রী হিসেবে জীবনের নতুন জার্নি শুরু করেন আদৃত-কৌশাম্বী।
অসমবয়সী বিয়ে
রাতুল আর রূপাঞ্জনার মধ্যে বয়সের একটা বিস্তর ফারাক আছে। কিন্তু, বয়সের ব্যবধান মনের মিলনকে মোটেই আটকাতে পারেনি। এক ছেলেকে নিয়ে রাতুলের সঙ্গে ১৯ এপ্রিল সামাজিক বিয়ে সেরেছেন রূপাঞ্জনা।
শোভন-সোহিনীর চুপিসারে বিয়ে
শোভনের সঙ্গে সোহিনীর বিয়ে নিয়ে কানাঘুষো চলছিল বহুদিন। তারপর অবশেষে এল সেই বহুপ্রতিক্ষীত মুহূর্ত। ১৪ জুলাই খামারবাড়িতে দুই পরিবারের সদস্য, বন্ধুদের নিয়ে সিঁদুরদান হয়েছে সোহিনীর। পাত্র যখন গায়ক, তখন বিয়ের আসরে গান হবে না তাই আবার হয় নাকি। ছিমছাম সাজেই নজর কেড়েছিলেন শোভন-সোহিনী। ঘরোয়া আয়োজনেই সেরেছিলেন বউভাতের অনুষ্ঠান। শোভন-সোহিনী একপ্রকার চুপিসারেই বিয়েটা সেরেছেন তা বলাইবাহুল্য।
রূপসা-সায়নদীপের শুভ পরিণয়
লাস্ট বাট নট ইন লিস্ট, রূপসার বিয়ে। টেলি অভিনেত্রী রূপসার প্রিওয়েডিংয়ের অনুষ্ঠান চলেছে অনেকদিন ধরেই। তারপর এসেছে বিয়ের লগ্ন। হাসতে হাসতে পান পাতা সরিয়ে শুভদৃষ্টি সেরেছেন। বউভাতের অনুষ্ঠান ছিল একেবারে নজরকাড়া। ফুলসজ্জার রাতের কিছু সুন্দর মুহূর্তও শেয়ার করেছেন নববধূ। বিয়ের কয়েকদিন পরই অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছেন রূপসা। এই খবরে কেউ মুখ বেঁকিয়েছেন তো কেউ আবার তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।