গতকল ছিল গণেশ চতুর্থী। অন্যান্য বারের তুলনায় এবছর বাণিজ্য নগরীকে চেনাই গেল না। গণেশ পুজোয় এতটা ছাপোসা চেহারায় আগে কোনও দিন দেখা যায়নি মায়ানগরীকে। তারাকারা নিজেদের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিল। বলি টলি সকলকেই দেখা গেল গণেশ বন্দণায় মেতে উঠতে। বাড়িতেই গণপতির আরাধনায় দেখা গেল সঞ্জয় দত্তকে।
ওদিকে আবার ছোট্ট তৈমুর নিজের খেলনা দিয়ে নিজের হাতে অতি যত্নে গড়েছে গণেশ ঠাকুরের মূর্তি। দুই হাত জোড় করে পার্থনা করেছে সে।
অর্পিতাকে শনিবার সকালেই গণেশ ঠাকুর নিয়ে বাড়িতে ঢুকতে দেখা গিয়েছে।
সালমান খানের বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো পালন করা হয়। আরতির ভিডিও শেয়ার করেছেন সল্লুভাই নিজেই।
হাজারও অসুস্থতার মাঝে বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেন সোনালি বিন্দ্রে