চাহালের সঙ্গে ডিভোর্সে কত টাকা খোরপোশ পাবেন ধনশ্রী, গত বছর এই সেলেবরাও হাঁটেন বিচ্ছেদের পথে
Dhanashree Verma alimony amount, Celebs divorced in 2024: যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর কত টাকা পাবেন ধনশ্রী ভার্মা? ২০২৪ সালে কোন তারকাদের বিবাহবিচ্ছেদ হয়েছে?
Dhanashree Verma alimony amount, Celebs divorced in 2024: যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের পর কত টাকা পাবেন ধনশ্রী ভার্মা? ২০২৪ সালে কোন তারকাদের বিবাহবিচ্ছেদ হয়েছে?
Yuzvendra Chahal-Dhanashree Verma: যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা ডিভোর্স নিয়েছেন
1/10
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং নৃত্যশিল্পী ধনশ্রী ভার্মা তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই খবরে রয়েছেন। এখন পারিবারিক আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়েছে।
2/10
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা ছাড়াও আরও অনেক বড় তারকা রয়েছেন যাঁরা গত বছর নিজেই বিচ্ছেদ করেছেন। আসুন জেনে নেওয়া যাক এই তারকা কারা এবং চাহালের থেকে আলাদা হওয়ার পর ধনশ্রী কত টাকা পাবেন।
3/10
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ধনশ্রী চাহালের কাছ থেকে ৪.৫ কোটি টাকা খোরপোশ পেয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত ২.৩৭ কোটি টাকা দেওয়া হয়েছে।
Advertisment
4/10
এ আর রহমান-সায়রা বানু
২৯ বছর একসঙ্গে থাকার পর গত বছর আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এ আর রহমান ও সায়রা বানু। ২০২৪ সালের নভেম্বরে দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন।
5/10
হার্দিক পান্ডিয়া-নাতাশা
টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও গত বছর ২০২৪ সালের জুলাই মাসে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছিলেন। দুজনের এই বিয়ে মাত্র ৪ বছর স্থায়ী হয়েছিল।
6/10
এশা দেওল-ভারত তখতানি
বলিউড অভিনেত্রী এবং ধর্মেন্দ্র-হেমা মালিনীর মেয়ে এশা দেওল এবং ভরত তখতানি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিবাহবিচ্ছেদ করেন। ১২ বছর একসঙ্গে থাকার পর দুজনেই আলাদা হয়ে যান।
Advertisment
7/10
সানিয়া মির্জা-শোয়েব মালিক
গত বছরের ২১ জানুয়ারি যখন সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন, তখন তা সবাইকে হতবাক করেছিল।
8/10
উর্মিলা মাতোন্ডকর-মহসিন আখতার
বলিউড অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর ২০১৬ সালে মহসিন আখতারকে বিয়ে করেন। বিয়ের ৮ বছর পর ২০২৪ সালে মহসিনের সঙ্গে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
Celeb Divorce: গত বছর ডিভোর্স হয়েছে জয়ম রবি-আরতির
9/10
জয়ম রবি-আরতি
ক্ষিণী অভিনেতা জয়ম রবি ২০০৯ সালে আরতিকে বিয়ে করেন। কিন্তু ২০২৪ সালে দুজনেই চিরতরে আলাদা হয়ে যান।
10/10
ধনুশ-ঐশ্বর্য্য
দক্ষিণের মেগাস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য্য এবং ধনুশ ২০২২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ২০২৪ সালের নভেম্বরে চেন্নাই পারিবারিক আদালতে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল।