-
অভিষেক বসু পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার 'নেতাজি' ধারাবাহিকের জন্য।
-
এবছর সোনার সংসার-এ একগুচ্ছ পুরস্কার পেয়েছে 'নেতাজি' ধারাবাহিক। সেরা মা, সেরা বাবা ছাড়াও সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেয়েছন ধ্রুব এবং শ্রীপর্ণা।
-
সেরা মা-এর পুরস্কার পেয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায় ও সেরা বাবা-র পুরস্কার পেয়েছেন কৌশিক চক্রবর্তী।
-
'ত্রিনয়নী' জুটি গৌরব রায়চৌধুরী ও শ্রুতি দাস পেয়েছেন সেরা বর ও সেরা বউ-এর পুরস্কার।
-
ডেবিউ অভিনেত্রী শ্রুতি প্রথম সোনার সংসার-এই পুরস্কার পেলেন।
-
সেরা নায়িকার পুরস্কার পেয়েছেন দিতিপ্রিয়া রায় (করুণাময়ী রাণী রাসমণি) ও সেরা মেয়ে-র পুরস্কার পেয়েছেন সুস্মিলি আচার্য (সৌদামিনীর সংসার)।
-
এবছর ৩টি পুরস্কার পেয়েছেন কৃষ্ণকলি নায়ক নীল ভট্টাচার্য। সেরা ছেলে ও ফেসবুকস মোস্ট পপুলার ফেস-এর পুরস্কার ছাড়াও সেরা জুটির পুরস্কারও পেয়েছেন নিখিল-শ্যামার জন্য।
-
সেরা খলনায়কের পুরস্কার পেয়েছেন রাজীব বসু 'কৃষ্ণকলি' ধারাবাহিকের জন্য।
-
সেরা খলনায়িকার পুরস্কার পেয়েছেন দেবযানী চট্টোপাধ্যায় (ত্রিনয়নী) ও সেরা বউমার পুরস্কার পেয়েছেন ঊষসী রায় (বকুলকথা)
-
ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড পেয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় (আলোছায়া) ও সেরা ভাশুরের পুরস্কার পেয়েছেন শুভ্রজিৎ দত্ত।
-
ভাস্বর চট্টোপাধ্যায় (জয় বাবা লোকনাথ) এবং সৌরভ সাহা (করুণাময়ী রাণী রাসমণি) পেয়েছেন সেরা সম্পর্কের পুরস্কার।
-
সেরা নতুন সদস্যের পুরস্কার পেয়েছে দুই জুটি। কর্ণ-রাধিকা (কী করে বলব তোমায়) ও সিদ্ধার্থ-রায়া (বাঘ বন্দি খেলা)
জি বাংলা সোনার সংসার, কে কোন পুরস্কার, এক নজরে
২২ মার্চ সম্প্রচার হয়েছে ‘জি বাংলা সোনার সংসার’। পুরস্কার-অনুষ্ঠানটি আগেই অনুষ্ঠিত হয়েছিল। এবছর কে কোন পুরস্কার পেলেন, তা এক নজরে। ছবি: সোশাল মিডিয়া থেকে
Web Title: Zee bangla sonar sonsar 2020 awards who won what actors actresses pics album