/indian-express-bangla/media/media_files/2025/10/05/557283035_1374544750701456_8646080057184161923_n-2025-10-05-16-17-56.jpg)
ত্রয়ীর জঙ্গল সাফারি
/indian-express-bangla/media/media_files/2025/10/05/556015778_1374544944034770_1257027812860178289_n-1-2025-10-05-16-18-27.jpg)
ছুটির মুডে
কাজের ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চলে যান মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী। হ্যাঁ, টলিউডের পাওয়ার কাপল গৌরব চক্রবর্তী ও রিদ্ধিমা ঘোষের কথাই বলছি। পুত্র সন্তানকে নিয়েই ছুটির মুডে সেলেব দম্পতি। জঙ্গল সাফারির বেশ কিছু সুন্দর মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন গৌরব-রিদ্ধিমা।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/cats-2025-10-05-16-22-13.jpg)
ত্রয়ীর জঙ্গল সাফারি
স্ত্রী রিদ্ধিমার সঙ্গে সুখী গৃহকোণ অভিনেতা অর্জুন চক্রবর্তীর। বন্ধুত্ব-দাম্পত্যের রসায়ন বারবার মন ছুঁয়ে যায় এই জুটির ভক্তদের। বন্যপ্রাণী আর জঙ্গলের মধ্যেও মা-বাবার সঙ্গে প্রকৃতির এক অন্য স্বাদ আস্বাদন করছেন ধীর। অন্যদিকে ভাল থাকার রসদ খুঁজে পান গৌরব-রিদ্ধিমা।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/557818218_1374544910701440_159577901366857126_n-2025-10-05-16-18-27.jpg)
জঙ্গল সাফারির মাঝে
একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'তামান সাফারিতে অদ্ভুত একটা দিন কেটেছে। ধীর প্রথমবার এতটা কাছ থেকে হাতি দেখল। সেই সঙ্গে হাতি ও জিরাফ দু’জনকেই খাবার খাওয়ানোর এক অনাবিল আনন্দ উপভোগ করল। এটা ছিল একটা বিশেষ মুহূর্ত। প্রাণীদের প্রতি ওর ভালবাসা দিন দিন আরও বেড়ে চলেছে। আমাদের একমাত্র ইচ্ছে, ওর এই ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা। এ তো শুধু শুরু, সামনে আরও অনেক রোমাঞ্চকর যাত্রা অপেক্ষা করছে। এই জার্নিতে আমাদের অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হল।'
/indian-express-bangla/media/media_files/2025/10/05/559027973_1374544877368110_868930856793926967_n-2025-10-05-16-18-27.jpg)
ছ'মাস বয়স থেকেই...
মা-বাবার কোলে ছোট্ট ধীরের বেড়ানোর ছবি নজর কাড়ে সকলকের। ছ’মাস বয়স থেকেই দেশভ্রমণে যায় এই স্টার কিড। প্রথম ট্রিপ ছিল দার্জিলিং।
/indian-express-bangla/media/media_files/2025/10/05/556961109_1374544754034789_6931244279768238506_n-2025-10-05-16-18-27.jpg)