দুনিয়ার সবচেয়ে দুঃখী এই ১০টি দেশ, তালিকায় রয়েছে পাকিস্তানের পড়শিও
10 least happy country in the world: দুনিয়ার সবচেয়ে সুখী দেশের যেমন তালিকা আছে, তেমনই দুঃখী দেশের তালিকাও বিশাল লম্বা। আসুন দেখে নিই কোন কোন দেশ রয়েছে এই তালিকায়।
বিশ্বের সবচেয়ে দুঃখী দেশের তালিকায় রয়েছে কোনগুলি দেখে নিন
1/11
বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ
২০২৪ সালের বিশ্বের সবচেয়ে কম সুখী বা দুঃখী দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪-এর উদ্ধৃতি দিয়ে টুইটারে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিক্স এই প্রতিবেদনটি টুইট করেছে। আসুন জেনে নিই এই তালিকায় কোন কোন দেশ রয়েছে।
2/11
বিশ্বের সবচেয়ে দুঃখী দেশ আফগানিস্তান
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের পড়শি দেশ আফগানিস্তান। তালিবান শাসনে ভাল নেই কাবুলিওয়ালার দেশের মানুষ।
3/11
লেবানন
তালিকায় দ্বিতীয় কম সুখী দেশ হল মধ্যপ্রাচ্যের দেশ লেবানন।
Advertisment
4/11
লেসোথো
তালিকায় তিন নম্বরে রয়েছে আফ্রিকা মহাদেশের লেসোথো। দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ এটি।
5/11
সিয়েরা লিওন
তালিকায় চার নম্বরে রয়েছে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন। বহু বছর ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশ।
6/11
কঙ্গো
তালিকায় ৫ নম্বরে রয়েছে কঙ্গো। আফ্রিকার এই দেশটিও গৃহযুদ্ধে বিধ্বস্ত।
Advertisment
7/11
জিম্বাবোয়ে
আফ্রিকার দক্ষিণ প্রান্তের এই দেশও সুখী নয়। তালিকায় ৬ নম্বরে রয়েছে।
8/11
বতসোয়ানা
তালিকায় সাত নম্বরে রয়েছে আফ্রিকা মহাদেশের এই দেশ।
9/11
মালাউই
গৃহযুদ্ধে বিধ্বস্ত আফ্রিকা মহাদেশের এই দেশ ৮ নম্বরে রয়েছে তালিকায়।
10/11
এশ্বাতিনি
আফ্রিকার এই দেশ কম সুখী দেশের তালিকায় ৯ নম্বরে রয়েছে।