-
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খানকে বৃহস্পতিবার পাকিস্তান রেঞ্জার্স গ্রেফতার করেছে।
দাবিত্যাগ: এই লেখাটি অনুবাদ করা হয়েছে। মূল বাক্য খুঁজে পাবেন এখানে
-
শুনানির জন্য ইসলামাবাদ আদালতে হাজির হন ইমরান খান। এসময় পুলিশ তাকে আটক করে।
-
ইমরান খানের গ্রেফতার বেআইনি বলে জানিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
-
ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
-
বৃহস্পতিবার ইমরান খানকে গ্রেফতারের পর তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।
-
পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মহম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহর সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়।
-
বিচারক ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
-
৭০ বছর বয়সী ইমরান খানকে সুপ্রিম কোর্টে হাজির করা হলে তিনি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন।
-
পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে অপহরণ করে। শুধু তাই নয়, তাঁরা আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে।-ইমরান খান
-
এমনকি একজন অপরাধীর সাথেও এমন আচরণ করা হয় না। আমার সাথে এসব কী হচ্ছে? আমি এখনও এটা জানি না, ইমরান খান সুপ্রিম কোর্টে বলেছেন।
-
ইমরান খান যা বললেন তা শোনার পর সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দিয়েছে। আদালত ইমরান খানের মুক্তির নির্দেশ দিলেও তাঁকে এখনও মুক্তি দেওয়া হয়নি।
-
নিরাপত্তার কারণ দেখিয়ে বাড়ি যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁদের ইসলামাবাদের পুলিশ লাইন গেস্ট হাউসে রাখা হবে। (সমস্ত ছবি সৌজন্যে- ইন্ডিয়ান এক্সপ্রেস/লোকসত্তা)
দাবিত্যাগ: এই লেখাটি অনুবাদ করা হয়েছে। মূল বাক্য খুঁজে পাবেন এখানে
