পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি-লোকসত্তা গ্রাফিক্স টিম)
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সভাপতি ইমরান খানকে বৃহস্পতিবার পাকিস্তান রেঞ্জার্স গ্রেফতার করেছে।শুনানির জন্য ইসলামাবাদ আদালতে হাজির হন ইমরান খান। এসময় পুলিশ তাকে আটক করে।ইমরান খানের গ্রেফতার বেআইনি বলে জানিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।বৃহস্পতিবার ইমরান খানকে গ্রেফতারের পর তাঁর গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়।পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল, বিচারপতি মহম্মদ আলি মাজহার ও বিচারপতি আতহার মিনাল্লাহর সমন্বয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হয়।বিচারক ইমরান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।৭০ বছর বয়সী ইমরান খানকে সুপ্রিম কোর্টে হাজির করা হলে তিনি পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন।পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে অপহরণ করে। শুধু তাই নয়, তাঁরা আমাদের লাঠি দিয়ে পিটিয়েছে।-ইমরান খানএমনকি একজন অপরাধীর সাথেও এমন আচরণ করা হয় না। আমার সাথে এসব কী হচ্ছে? আমি এখনও এটা জানি না, ইমরান খান সুপ্রিম কোর্টে বলেছেন।ইমরান খান যা বললেন তা শোনার পর সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দিয়েছে। আদালত ইমরান খানের মুক্তির নির্দেশ দিলেও তাঁকে এখনও মুক্তি দেওয়া হয়নি।নিরাপত্তার কারণ দেখিয়ে বাড়ি যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে। তাঁদের ইসলামাবাদের পুলিশ লাইন গেস্ট হাউসে রাখা হবে। (সমস্ত ছবি সৌজন্যে- ইন্ডিয়ান এক্সপ্রেস/লোকসত্তা)