Advertisment

বাংলার মুসলিম কারিগরের হাতে তৈরি রামলালার মূর্তি, স্থাপন করা হবে অযোধ্যার রাম মন্দিরে

অযোধ্যা রাম মন্দিরের জন্য ফাইবার থেকে ভাস্কর্য তৈরি করেছেন জালালউদ্দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
ram temple Ayodhya | Ram Temple

অযোধ্যায় রাম মন্দির প্রায় তৈরি। 22 জানুয়ারী, রামলালার জীবন মন্দিরে পূর্ণ আচারের সাথে পবিত্র করা হবে। মন্দিরে স্থাপন করা ভগবান রামের মূর্তিও প্রস্তুত। এই মূর্তিগুলি পশ্চিমবঙ্গের একটি মুসলিম পরিবার তৈরি করেছে।

Ayodhya Ram Temple Ayodhya
Advertisment